December 3, 2024
যাতে মুসলিম ভাই ও বোনেরা রমজানে কষ্ট না পায়: মমতা

যাতে মুসলিম ভাই ও বোনেরা রমজানে কষ্ট না পায়: মমতা

যাতে মুসলিম ভাই ও বোনেরা রমজানে কষ্ট না পায়: মমতা

যাতে মুসলিম ভাই ও বোনেরা রমজানে কষ্ট না পায়: মমতা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, রমজান চলছে; যাতে করে মুসলিম ভাই-বোনদের কোনো অসুবিধা না হয়। এ জন্য তিনি হিন্দু সম্প্রদায়ের লোকজনকে দায়িত্ব দেন।

সোমবার রাজ্যের খেজুরিতে জনসভা থেকে এমনই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে ৬ এপ্রিল হনুমান জয়ন্তীর দিন ফের সহিংসতা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। সেদিন প্রকাশনাকে সতর্ক থাকার নির্দেশও দেন তিনি।

এদিন জনসভায় মমতা গেরুয়া শিবিরের (বিজেপি) দিকে আঙুল তুলে বলেন, ‘আরও একদিন আমি প্রশাসনকে সতর্ক করব, ৬ তারিখ।  মনে রাখবেন, আমাদের সন্তানরা ও আমরা বজরঙ্গবলীকে শ্রদ্ধা করি। কিন্তু তারা যেন আবার দাঙ্গার নামে পরিকল্পনা করতে না পারে। মন  রাখতে হবে যে,  তারা সারা ভারতে এটা করছে।

এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও বলেন, আমি ৬ তারিখে হিন্দু ভাই-বোনদের দায়ী রাখব। রমজান চলছে। যাতে করে মুসলিম ভাই-বোনদের কোনো অসুবিধা না হয়।  আপনারা  তাদের রক্ষা করবেন  গ্রাম থেকে গ্রামে, জেলা থেকে জেলায়।

প্রতিবেদনে বলা হয়েছে, এর আগেও রেড রোডের ধর্না মঞ্চ থেকে রামনবমীর দিন বিশৃঙ্খলার আশঙ্কা প্রকাশ করেছিলেন মমতা। তিনি মঞ্চ থেকে বলেন, রামনবমীর দিন যে কেউ মিছিল করতে পারেন। তবে মুসলিম এলাকায় মিছিল নিয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কিন্তু তার সতর্কতা সত্ত্বেও সহিসংতার ঘটনা ঘটেছে হাওড়া, ডালখোলা, রিশারা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published.

X