November 24, 2024
স্বামী ভিক্ষা করলেও স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব তারই : আদালত

স্বামী ভিক্ষা করলেও স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব তারই : আদালত

স্বামী ভিক্ষা করলেও স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব তারই : আদালত

স্বামী ভিক্ষা করলেও স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব তারই : আদালত

মামলাটি ছিল বিবাহ বিচ্ছেদের একটি মামলা। সেখানে একটি নিম্ন আদালত বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলাকালীন একজন ব্যক্তিকে তার স্ত্রীর ভরণপোষণের জন্য প্রতি মাসে ৫,০০০ টাকা দেওয়ার নির্দেশ দেয়। সেই আদেশকে চ্যালেঞ্জ করে তিনি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের দ্বারস্থ হন।

সেই পরিপ্রেক্ষিতে ভারতের পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট স্পষ্ট করে বলেছে, “স্বামী পেশাদার ভিক্ষুক হলেও, তার স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব তার।”

আদালত বলেছেন, “স্ত্রীর ভরণপোষণ একজন স্বামীর নৈতিক দায়িত্ব, এমনকি স্বামী ভিক্ষুক হলেও।”

আদালত আরও বলেছে, ‘স্বামী (এ ক্ষেত্রে) একজন দক্ষ ব্যক্তি, একজন শ্রমিকও প্রতিদিন ৫০০ টাকা বা তার বেশি আয় করেন।’

যে মামলায় আদালত এই রায় দিয়েছে, আবেদনকারীর স্ত্রী হিন্দু বিবাহ আইনের ২৪ ধারায় বিবাহবিচ্ছেদের জন্য মামলা করেছিলেন। নিম্ন আদালতে দায়ের করা আবেদনে তিনি প্রতি মাসে স্বামীর কাছে ১৫ হাজার টাকা দাবি করেন। মামলার খরচ বাবদও তিনি ১১ হাজার টাকা দাবি করেন।

এরপর আদালত বলেন, মামলার খরচ বাবদ ওই ব্যক্তি তার স্ত্রীকে প্রতি মাসে ৫ হাজার ৫০০ টাকা দেবেন। একইসঙ্গে প্রতিটি শুনানিতে স্বামীকে স্ত্রীকে ৫০০ টাকা করে দেওয়ার নির্দেশ দেন আদালত।

এদিকে ওই আদেশকে চ্যালেঞ্জ করেন ওই নারীর স্বামী। আদালত বলেন, এ ক্ষেত্রে স্বামী প্রমাণ করতে পারেননি যে তার স্ত্রী কোথাও থেকে আয় করেন। ফলে স্ত্রীর আয়ের কোনো উৎস নেই।  সে অবস্থায় স্বামী ভিক্ষা করে পেশাগত জীবন যাপন করলেও স্ত্রীর ভরণ-পোষণের দায়িত্ব স্বামীর।

Leave a Reply

Your email address will not be published.

X