November 21, 2024
অনুষ্ঠানে ঘুমিয়ে পড়লেন মাতাল বর, বরপক্ষের প্রায় ৯৫ শতাংশ লোকই ছিলেন মাতাল

অনুষ্ঠানে ঘুমিয়ে পড়লেন মাতাল বর, বরপক্ষের প্রায় ৯৫ শতাংশ লোকই ছিলেন মাতাল

অনুষ্ঠানে ঘুমিয়ে পড়লেন মাতাল বর, বরপক্ষের প্রায় ৯৫ শতাংশ লোকই ছিলেন মাতাল

অনুষ্ঠানে ঘুমিয়ে পড়লেন মাতাল বর, বরপক্ষের প্রায় ৯৫ শতাংশ লোকই ছিলেন মাতাল

বরের বাবা ছিলেন আরও বেশি মাতাল। বরপক্ষের প্রায় ৯৫ শতাংশ লোকই ছিলেন মাতাল। ঠিক এমন ঘটনাই ঘটিয়েছেন ভারতের আসাম রাজ্যের ব্যক্তিগণ ।

নিজের বিয়ের অনুষ্ঠানে মাতাল হয়েই হাজির হন বর। বিয়ের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার আগেই ঘুমিয়ে পড়েন মাতাল বর। ফলে বিয়ের আনুষ্ঠানিকতা সারতে না পারায় ক্ষেপে যান

এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, মাতাল বর বিয়ের আচার চলাকালে মেঝেতে শুয়ে পড়ছেন। এমনকি পুরোহিত চেষ্টা করেও তাকে বিয়ের মন্ত্র পাঠ করাতে পারছেন না।

বরের এমন ঘটনায় একপর্যায়ে কনে বিয়ের পিঁড়িতে বসতে অস্বীকৃতি জানান। এর আগে বরকে তন্দ্রাচ্ছন্ন দেখেন তিনি। বর এতটা ঘোরের ভেতর ছিলেন যে ঠিকমতো বিয়ের আচার পালন করতে পারছিলেন না।

বিচিত্র এ কাণ্ড ঘটিয়ে হইচই ফেলে দেওয়া নলবাড়ী শহরের বাসিন্দা বরের নাম প্রসেনজিৎ হালোই।

কনের এক আত্মীয় বলেন, “বিয়ের অনুষ্ঠান ভালোই চলছিল। আমরা সব আচার-অনুষ্ঠান পালন করি। অনুষ্ঠানটি ভালোভাবে সম্পন্ন করার জন্য আমাদের পরিবার সর্বাত্মক চেষ্টা করছিল। কিন্তু পরিস্থিতি খারাপ হলে কনে বিয়ের টেবিলে বসতে রাজি হননি।

এমন উদ্ভট ঘটনার পর নলবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছে কনের পরিবার। সেখানে বিয়ের আয়োজন না হওয়ায় বরপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি করেন তারা।

Leave a Reply

Your email address will not be published.

X