January 31, 2025
আমি সন্তান চাই, বাবা হওয়ারও সখ, কিন্তু সন্তানের মা চাই না: সালমান খান

আমি সন্তান চাই, বাবা হওয়ারও সখ, কিন্তু সন্তানের মা চাই না: সালমান খান

আমি সন্তান চাই, বাবা হওয়ারও সখ, কিন্তু সন্তানের মা চাই না: সালমান খান

আমি সন্তান চাই, বাবা হওয়ারও সখ, কিন্তু সন্তানের মা চাই না: সালমান খান

জীবনের ৫৭তম  জন্মদিন উপভোগ করতে চলেছেন বলিউডের ‘চিরকুমার’ সালমান খান। ২৭ জানুয়ারি তার জন্মদিন। ‘ভাইজান’-এর জীবনে আসবেন কি নতুন  কোনো স্থায়ী জীবন সাথী? তা নিয়ে ফের জল্পনায় গপ্লনায়  তদীয় ভক্তরা।

খান সাহেবের মতে শিশুরা পবিত্র। তিনি চান তার জীবনও শিশুদের সাহচর্যে ভরে উঠুক।

ভারতের সমধিক জনপ্রিয় অভিনেতা সালমান খান ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসতে হাসতে  বলেন  ‘আমি সন্তান চাই। কিন্তু সন্তান থাকলে মা-ও তো থাকবে! তবে আমি কোনও মা চাই না। এ দিকে মায়েদের দেখাশোনা করার মানুষ প্রয়োজন হয়। তাই আমি একটা গোটা গ্রামের দায়িত্ব নিয়েছি। সবার জন্যই ভাল হল এতে। আমারও সন্তানের অভাব নেই, মায়েরাও আরএকা নন ।’

যে শিশুদের ভালবাসেন তা বিভিন্ন সময়ে বোঝা গিয়েছে। বোন অর্পিতা খানের দুই ছেলেমেয়ে আহিল এবং আয়াত তার চোখের মণি। তার অভিনীত ছবিতেও শিশুশিল্পীদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ফেলেন অনায়াসে। বাচ্চারাও ‘সল্লু আঙ্কল’কে ভালবেসে ফেলে।

সালমানের মতে শিশুরা পবিত্র। তার জীবনও শিশুদের সাহচর্যে ভরে উঠুক, চান নায়ক। কিন্তু উপায় কী? বিয়ে তো করতেই চান না। এ দিকে বাবা হওয়ার শখ ষোলো আনা!

জীবনে বহু সম্পর্কে থেকেছেন সালমান খান। ১৯৯১ সাল থেকে ১৯৯৯ সাল অবধি প্রেম করেছেন অভিনেত্রী সোমি আলির সঙ্গে। গুঞ্জন রয়েছে, মডেল-তারকা সঙ্গীতা বিজলানি, অভিনেত্রী ঐশ্বরিয়া রায় এবং ক্যাটরিনা কাইফের। এর পর নাম জড়িয়েছিল শেহনাজ় গিলের সঙ্গে। বর্তমানে মডেল-তারকা লুলিয়া ভন্তুরের সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে।

 

Leave a Reply

Your email address will not be published.

X