৩০০ কেজি স্বর্ণ দান করবেন আম্বানিঃ রাজকীয় ঢঙে যমজ নাতি-নাতনিকে বরণ
নানা সময়ে বিভিন্ন কারণে সংবাদের শিরোনাম হন রিল্যায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ আম্বানি ও তার স্ত্রী নীতিা আম্বানি। আবার খবরে এলেন তারা। এবার রাজকীয় ঢঙে নাতি-নাতনিকে বরণ করে আলোচনায় এলেন এ দম্পতি। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
গত ১৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে যমজ সন্তানের জন্ম দেন মুকেশকন্যা ইশা আম্বানি। একসঙ্গে তার এক ছেলে ও মেয়ে হয়েছে। ছেলের নাম কৃষ্ণ এবং মেয়ের নাম আদিয়া রেখেছেন তিনি।
শনিবার (২৪ ডিসেম্বর) দুই সন্তান ও স্বামী আনন্দ পিরামলকে নিয়ে মুম্বাই বিমানবন্দরে অবতরণ করেন ইশা। সেখানে তাদের গ্রহণ করেন মুকেশ ও অজয় পিরামল( আনন্দের বাবা)।
পরে স্বামী-সন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি ‘কারুনা সিন্ধু’তে যান ইশা। সেখানে তাদের অভ্যর্থনা জানান শাশুড়ি স্বতী পিরামল। নীতাও এসময় উপস্থিত ছিলেন। সেসময় অসংখ্য রঙিন ফুল ও প্রতিকৃতি দিয়ে ঘরবাড়ি সাজানো হয়।
বিমান ভ্রমণের সময় নবজাকদের সেবায় বিশেষ প্রশিক্ষিত চিকিৎসক দল নিয়োজিত ছিল। পথিমধ্যে খোদ কাতারের আমির ইশা ও তার সন্তানদের ফ্লাইটে তুলে দেন।
ইতো কারুনা সিন্ধুর নার্সারিগুলো পার্কিন্স ও উইল দিয়ে ডিজাইন করা হয়েছে৷ সেগুলোতে প্রাকৃতিক সূর্যালোকের প্রবাহ নিশ্চিত করতে ঘূর্ণায়মান বিছানা এবং স্বয়ংক্রিয় ছাদ তৈরি করা হয়েছে।
ভারতে থাকাকালীন ইশার বাচ্চারা গুসি, দোলসি, গাবানা ও লোরো পিয়ানোর ডিজাইন করা পোশাক পরবে। বাচ্চাদের আরামের জন্য বিএমডব্লিউর গাড়ি বিশেষভাবে তৈরি করা হয়েছে। সারাক্ষণ জমজদের যত্ন নেবে আটটি প্রশিক্ষিত আমেরিকান নার্স দল।
রোববার (২৫ ডিসেম্বর) ইশা ও তার বাচ্চাদের মঙ্গল কামনায় ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করবে আম্বানি ও পিরামল পরিবার। এজন্য সারা ভারত থেকে বিখ্যাত পুরোহিতদের ডেকেছেন তারা।
মূলত, নবজাতকদের জন্য সর্বশক্তিমানের আশীর্বাদ পেতে উৎসবের আয়োজন করা হবে। অনুষ্ঠানে ৩০০ কেজি স্বর্ণ দান করবেন আম্বানি। প্রার্থনাস্থলে প্রখ্যাত তিরুপতি বালাজি- তিরুমালা, শ্রীনাথজি-নাথদ্বারা, শ্রী দ্বারকাধীশ এবং আরও অনেক ভারতীয় মন্দিরের প্রসাদ থাকবে।