ন্যাজাল (নাক দিয়ে নেওয়া) ভ্যাকসিন অনুমোদন দিলো ভারত
ভারত বায়োটেক উদ্ভাবিত সুঁইবিহীন ও নাক দিয়ে নেওয়ার করোনা ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে শুধু ১৮ বছরের বেশি বয়সীরা প্রাথমিকভাবে এই ভ্যাকসিন ব্যবহার করতে পারবেন।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দাভিয়া আজ মঙ্গলবার এক টুইটে এ তথ্য জানিয়েছেন।
টুইটে তিনি বলেন, ‘সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন অনুমোদিত ভারত বায়োটেকের রিকম্বিনেন্ট ন্যাজাল ভ্যাকসিন করোনাভাইরাসের বিরুদ্ধে প্রাথমিকভাবে ১৮ বছরের বেশি বয়সীরা জরুরি প্রয়োজনে ব্যবহার করতে পারবেন।’
নাক দিয়ে টেনে নেওয়া ভারত বায়োটেকের এই করোনা ভ্যাকসিন নিরাপদ ও আরও কার্যকর বলে মনে করা হচ্ছে।
এই টিকার সুবিধাগুলো তুলে ধরে ভারত বায়োটেক জানিয়েছে, সুঁইবিহীন হওয়ার কারণে এই ভ্যাকসিন নেওয়া সহজ এবং এটি নিতে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী প্রয়োজন হবে না।
২০২০ সালের সেপ্টেম্বরে ভারত বায়োটেক ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের সঙ্গে নাক দিয়ে দিয়ে নেওয়া যায় এমন করোনা ভ্যাকসিন উৎপাদনের বিষয়ে একটি লাইসেন্সিং চুক্তি সই করে।
উল্লেখ্য,গত বছরের জানুয়ারিতে প্রতিষ্ঠানটি এই ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল শুরুর অনুমতি চেয়ে কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রকের কাছে আবেদন করেছিল।