November 21, 2024
আন্দামানে আটকে পড়ে রোহিঙ্গাদের ২০ জনের মৃত্যু

আন্দামানে আটকে পড়ে রোহিঙ্গাদের ২০ জনের মৃত্যু

আন্দামানে আটকে পড়ে রোহিঙ্গাদের ২০ জনের মৃত্যু

আন্দামানে আটকে পড়ে রোহিঙ্গাদের ২০ জনের মৃত্যু

ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের কাছে নৌকায় অন্তত ১৬০ রোহিঙ্গা আটকে পড়েছে। ক্ষুধা-তৃষ্ণা ও ডুবে তাদের মধ্যে ১৬ থেকে ২০ জন মারা গেছেন। গতকাল বুধবার মিয়ানমারের ২ রোহিঙ্গা মানবাধিকার সংগঠনের বরাত দিয়ে বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ৫ ভারতীয় জাহাজ রাতে নৌকাটির দিকে গিয়েছে।

ভারতীয় নৌবাহিনীর এক মুখপাত্র জানান, এ বিষয়ে বিস্তারিত কিছু জানি না। ভারতীয় কোস্ট গার্ডের মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। মিয়ানমারের রোহিঙ্গাদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান আরাকান প্রজেক্টের পরিচালক ক্রিস লেওয়া সংবাদ সংস্থাটিকে জানান, আমাদের হিসাবে অন্তত ২০ রোহিঙ্গা মারা গেছেন। তাদের অনেকে ক্ষুধা-তৃষ্ণা ও সাগরে ঝাঁপ দিয়ে মারা গেছেন।

রোহিঙ্গা-বোঝাই নৌকাটি ২ সপ্তাহের বেশি সময় ধরে সাগরে ভাসছে উল্লেখ করে এশিয়া প্যাসিফিক রিফুজি রাইটস নেটওয়ার্কের রোহিঙ্গা ওয়ার্কিং গ্রুপ বলেছে, কয়েকটি ভারতীয় জাহাজ নৌকাটির দিকে যাচ্ছে। গত সপ্তাহে নৌকায় আসা ১০০-র বেশি রোহিঙ্গাকে উদ্ধার করে শ্রীলঙ্কার নৌবাহিনী ।

Leave a Reply

Your email address will not be published.

X