বারান্দা থেকে ছাত্রীকে ছুড়ে ফেলে দিলেন শিক্ষক
ভারতের দিল্লিতে একটি সরকারি স্কুলের বারান্দা থেকে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষিকার বিরুদ্ধে। শুক্রবার (১৬ ডিসেম্বর) দিল্লি নগর নিগম প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বন্দনা নামের শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা গীতা দেশওয়ালকে গ্রেফতার করেছে পুলিশ। দিল্লি মিউনিসিপাল কর্পোরেশন (এমসিডি) তাকে সাসপেন্ড করেছে
গীতা দেশওয়াল বন্দনাকে প্রথম তলার শ্রেণীকক্ষ থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার আগে কারুকাজে ব্যবহৃত এক জোড়া কাঁচি দিয়ে আক্রমণ করেছিলেন বলে অভিযোগ উঠেছে।
রিয়া নামের অন্য একজন শিক্ষিকা হস্তক্ষেপ করার চেষ্টা করলেও তার সহকর্মীকে মেয়েটিকে নিচে ফেলে দেওয়া থেকে আটকাতে ব্যর্থ হন। মেয়েটি দোতলা থেকে পড়ে গেলে নিচে প্রচুর ভিড় জমে যায়। একজন বাসিন্দা গুরুতর আহত শিশুটিকে বড় হিন্দু রাও হাসপাতালে নিয়ে যান।