November 21, 2024
মুসলিম শিক্ষার্থীকে সন্ত্রাসী বলায় কলেজ শিক্ষক বরখাস্ত

মুসলিম শিক্ষার্থীকে সন্ত্রাসী বলায় কলেজ শিক্ষক বরখাস্ত

মুসলিম শিক্ষার্থীকে সন্ত্রাসী বলায় কলেজ শিক্ষক বরখাস্ত

মুসলিম শিক্ষার্থীকে সন্ত্রাসী বলায় কলেজ শিক্ষক বরখাস্ত

ভারতের কর্ণাটক রাজ্যে এক মুসলিম শিক্ষার্থীকে ‘সন্ত্রাসী’ বলায় অধ্যাপক বরখাস্ত হয়েছেন। গত শুক্রবার ভারতের মানিপাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে এ ঘটনা ঘটে। ওই অধ্যাপক যখন ওই শিক্ষার্থীকে ‘সন্ত্রাসী’ বলেন তখন এর প্রতিবাদ করেন তিনি।

ক্লাসের মধ্যে ছাত্রের নাম জানতে চেয়েছিলেন কলেজের শিক্ষক। ছাত্র নাম বলার পরে শিক্ষক মন্তব্য করেন, ও তুমি মুসলমান, কাসাভের মতো! শিক্ষকের এমন আক্রমণাত্মক কথার জবাবও দেন সেই ছাত্র। ছাত্র-শিক্ষকের সেই কথোপকথনের ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পরে ওই শিক্ষককে বরখাস্ত করেছে কলেজ কর্তৃপক্ষ।

বরখাস্ত হওয়া শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তিনি ভরা শ্রেণিকক্ষে একজন শিক্ষার্থীর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছেন। তবে শিক্ষকের এই মন্তব্য এবং তার বরখাস্তের থেকেও বড় হয়ে উঠেছে, ওই ছাত্রের প্রতিবাদী মানসিকতা।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, শিক্ষকের মন্তব্যের প্রতিক্রিয়ায় ওই ছাত্র বলছেন, মুম্বাই হামলার ঘটনা মোটেই মজার ব্যাপার নয়। আবার এ দেশের একজন মুসলমান হিসেবে প্রতিদিন এভাবে হেনস্থার শিকার হওয়াও মজার বিষয় নয়, স্যার। ছাত্রের কাছ থেকে এমন বলিষ্ঠ জবাব পাওয়ার পরেই শিক্ষক পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। শিক্ষক বলেন, আমি তো তোমাকে নিজের ছেলের মতোই দেখি।

তখন শিক্ষককে পাল্টা প্রশ্ন রেখে ছাত্রটি বলেন, আপনি কী আপনার সন্তানকে একজন সন্ত্রাসবাদীর সঙ্গে তুলনা করেন? তবে এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি ওই শিক্ষক। শিক্ষার্থীর কাছে তার ওই মন্তব্যের জন্য নিঃস্বার্থ ক্ষমা চান। যদিও তাতেও চাকরি বাঁচাতে পারেননি তিনি।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষকের এমন অসংবেদনশীল মন্তব্য শিক্ষার্থীর মনে গভীর ক্ষত সৃষ্টি করেছে। কলেজের পক্ষ থেকে ছাত্রের জন্য কাউন্সেলিং এর ব্যবস্থা করা হয়েছে।

প্রসঙ্গত, আজমল কাসভ মুম্বাই হামলায় জড়িত একজন সন্ত্রাসী। এই অপরাধে তাকে ফাঁসি দেওয়া হয়। কাসভের নাম উল্লেখ করে মুসলিম ছাত্রকে ব্যঙ্গ করেন ওই শিক্ষক।

Leave a Reply

Your email address will not be published.

X