January 20, 2025
এবার উল্টো: মেয়েরা ছেলেকে ধর্ষণঃ সম্ভ্রান্ত পরিবারের ৪ তরুণী যুবককে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে

এবার উল্টো: মেয়েরা ছেলেকে ধর্ষণঃ সম্ভ্রান্ত পরিবারের ৪ তরুণী যুবককে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে

এবার উল্টো: মেয়েরা ছেলেকে ধর্ষণঃ সম্ভ্রান্ত পরিবারের ৪ তরুণী যুবককে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে

এবার উল্টো: মেয়েরা ছেলেকে ধর্ষণঃ সম্ভ্রান্ত পরিবারের ৪ তরুণী যুবককে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে

২০ বছর বয়সী চার তরুণীর বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। নিজেকে এই ঘটনার ভুক্তভোগী দাবি করা এক যুবক জানান, চোখে রাসায়নিক ছিটিয়ে, জোর করে গাড়িতে তুলে এক জঙ্গলে নিয়ে যায় ওই চার তরুণী। এরপরেই তাকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। ভারতের পাঞ্জাবের জালন্ধরে ঘটেছে এই ঘটনা।

ওই যুবক একটি কারখানায় শ্রমিকের কাজ করেন। তার অভিযোগ, গত সোমবার কাজ থেকে বাড়ি ফেরার পথে কাপুরথালা রোডে একটি গাড়ি তার সামনে এসে দাঁড়ায়। গাড়িতে থাকা তরুণীরা একটি চিরকুট দিয়ে ঠিকানা জিজ্ঞাসা করেন। সেই চিরকুটে লেখা ঠিকানা পড়ার সময় তরুণীরা তার চোখে রাসায়নিক ছিটিয়ে দিতেই জ্ঞান হারান।

ওই যুবকের দাবি, জ্ঞান ফিরতে তিনি দেখেন একটি গাড়িতে হাত-পা অবস্থায় পড়ে আছেন। যুবকের অভিযোগ, গাড়িতে থাকা চার যুবতী তাকে জোর করে মাদক সেবন করান। তার পর টানতে টানতে একটি জঙ্গলে নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে তাকে মদ্যপান করানো হয়। তার পর চার জন মিলে তাকে ধর্ষণ করেন। তারপর ওই যুবককে জঙ্গলে ফেলে রেখে চলে যান যুবতীরা।

ওই যুবক জানান, তিনি বিবাহিত, তার বাচ্চাও আছে। তিনি সাংবাদিকদের জানান, তার স্ত্রী তাকে এই ঘটনার জন্য থানায় অভিযোগ করতে নিষেধ করেছেন।

ওই যুবকের দাবি, তরুণীরা ইংরেজিতে কথা বলছিলেন নিজেদের মধ্যে। তাদের পোশাক দেখে মনে হচ্ছিল কোনো সম্ভ্রান্ত পরিবারের। দেশটির পুলিশ এই ঘটনার তদন্ত করছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

X