January 19, 2025
আমি প্রতিদিন ২ থেকে ৩ কেজি গালি খাই: মোদি

আমি প্রতিদিন ২ থেকে ৩ কেজি গালি খাই: মোদি

আমি প্রতিদিন ২ থেকে ৩ কেজি গালি খাই: মোদি

আমি প্রতিদিন ২ থেকে ৩ কেজি গালি খাই: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রতিদিন ২ থেকে ৩ কেজি গালি হজম করতে হয়। তিনি আরো বলেন, এই অপমান তার শরীরে গিয়ে পুষ্টি হয়ে যায়। তেলেঙ্গানায় দলীয় বৈঠক থেকে এভাবেই বিরোধীদের নিশানা করে বললেন মোদি।

কর্মী-সমর্থকদের উদ্দেশে নরেন্দ্র মোদি বলেন, ‘আপনারা বিভ্রান্ত হবেন না। কারণ তাদের গালি দেওয়া ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।

বিরোধীদের করতালির উদ্দেশে তিনি বলেন, “কিছু লোক হতাশার মধ্যে দিনরাত মোদীকে গালি দেয়। পুরো অভিধানই মোদীকে গালি দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। আমি আপনাদের বলছি, এই ধরনের শব্দে বিরক্ত হবেন না। কারণ, কিছুই অবশিষ্ট নেই তাদের গালাগালি ছাড়া । গত ২০ থেকে ২২ বছর ধরে বিভিন্ন ধরনের অপব্যবহার দেখে আসছি। সন্ধ্যায় তাদের গালাগালি দিয়ে মজা করতে দিন, কিন্তু দিন শেষে পদ্মই  খেলা খেলবে।’

নরেন্দ্র মোদি বলেন, এই অপব্যবহারে কেউ বিরক্ত হবে না। আসুন আমরা সবাই আমাদের বুক উজাড়  দেই। রাজনীতিতে আমাদের লক্ষ্য সব সময় সেবা হওয়া উচিত। তেলেঙ্গানায় যাঁরা সরকারে আছেন, তাঁদের উদ্দেশ্য শুধুই মোদীকে গালি দেওয়া।

তিনি বললেন, ‘কিছু লোক আমাকে বলে, তুমি থামবে না? আমি তাদের বুঝিয়ে বললাম, আমি প্রতিদিন ২ কেজি, ৩ কেজি গালি খাই। ঈশ্বর আমাকে এমনভাবে আশীর্বাদ করেছেন যে এই অপব্যবহার আমার শরীরে গিয়ে পুষ্টিতে পরিণত হয়। এই পুষ্টি মানুষের সেবায় ব্যবহৃত হয়।

Leave a Reply

Your email address will not be published.

X