October 18, 2024
ছোবল খাওয়ার পর সেই বিষধর সাপ হাতে হাসপাতালে যুবক

ছোবল খাওয়ার পর সেই বিষধর সাপ হাতে হাসপাতালে যুবক

ছোবল খাওয়ার পর সেই বিষধর সাপ হাতে হাসপাতালে যুবক

ছোবল খাওয়ার পর সেই বিষধর সাপ হাতে হাসপাতালে যুবক

বিশেষজ্ঞদের দাবি, সাপের বিষে মানুষ মারা যায়। তবে এর থেকেও অনেক বেশি মানুষ ভয়ে  হার্ট অ্যাটাক করে মারা যায়। তাই সাপে কাটা রোগীর স্বাভাবিক রক্তচাপের দিকে নজর রাখেন চিকিৎসকরা।

কিন্তু সাপে কামড়ানো রোগী নিজের হাতে বিষাক্ত সাপ নিয়ে হাসপাতালে এসে সবাইকে অবাক করে দেন।

ওই যুবককে বিষধর সাপে কামড়েছে। তবে এতে ভীত নন তিনি। পরিবর্তে, তিনি বিষধর সাপটি নিয়ে হাসপাতালে যান। রবিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের যুবককে দেখে চমকে দিয়েছেন চিকিৎসকরাও। সবাই তার সাহসিকতার প্রশংসা করেছে।

সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী, মংলু শেখ মুর্শিদাবাদের মুহম্মদপুরের বাসিন্দা। রবিবার সন্ধ্যায় বাড়ির পাশের বাগানে যান। কাজ করছিল হঠাৎ চন্দ্রবোড়া সাপ তার ওপর ঝাঁপিয়ে পড়ল। বিষাক্ত সাপে কামড়ানোর পরও আতঙ্কিত হননি ওই যুবক। বরং তিনি নিজেই সাপটিকে ধরেছিলেন। তারপর হাতে সাপ নিয়ে সরাসরি হাজির হন জঙ্গিপুর মহকুমা হাসপাতালে।

মংলুর হাতে জীবন্ত সাপ দেখে হাসপাতালের রোগী, রোগীর পরিবার এমনকি চিকিৎসকদেরও চোখ বড় বড় হয়ে যায়। ওই যুবকের কাছ থেকে পুরো ঘটনা জানতে চান চিকিৎসক। তারপর তিনি সবকিছু প্রকাশ করলেন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ সাপটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে।

Leave a Reply

Your email address will not be published.

X