January 18, 2025
বিশ্বের সবচেয়ে দামি ওষুধ অনুমোদিত, যার দাম প্রায় ৩৬ কোটি টাকা

বিশ্বের সবচেয়ে দামি ওষুধ অনুমোদিত, যার দাম প্রায় ৩৬ কোটি টাকা

বিশ্বের সবচেয়ে দামি ওষুধ অনুমোদিত, যার দাম প্রায় ৩৬ কোটি টাকা

বিশ্বের সবচেয়ে দামি ওষুধ অনুমোদিত, যার দাম প্রায় ৩৬ কোটি টাকা

বিশ্বের সবচেয়ে দামি ওষুধের অনুমোদন দিয়েছে মার্কিন নীতিনির্ধারকরা। হিমজেনিক্স’ নামের এই ওষুধটির দাম প্রতি ডোজ ৩.৫ মিলিয়ন মার্কিন ডলার; যা বাংলা মুদ্রায় ৩৫ কোটি ৭০ লাখ টাকার বেশি।

হিমোফিলিয়ায় আক্রান্ত রোগীদের জন্য ‘হিমজেনিক্স’ একটি নতুন ওষুধ। রোগমুক্ত হতে এর মাত্র এক ডোজই যথেষ্ট। ওষুধটি তৈরি করেছে বায়োটেক কোম্পানি সিএসএল বেহরিং।

হিমোফিলিয়া মূলত রক্ত জমাট বাঁধায় সমস্যাজনিত একটি গুরুতর রোগ। এ ধরনের রোগীদের রক্ত সহজে জমাট বাঁধে না। ফলে কোনো কারণে কেটে গেলে বা অস্ত্রোপচারের সময় রোগীদের শরীর থেকে রক্তপাত বন্ধ হতে চায় না। এটি তাদের মৃত্যুঝুঁকিতে ফেলে দিতে পারে।

বায়োটেকনোলজিতে বিনিয়োগকারী লঙ্কার ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্র্যাড লঙ্কার বলেছেন যে যদিও হেমজেনিক্স একটু বেশি দামের, আমি মনে করি এটির সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম কারণ, বিদ্যমান ওষুধগুলোও অনেক ব্যয়বহুলদ্বিতীয়ত, হিমোফিলিয়া রোগীরা ক্রমাগত রক্তপাতের ভয়ে থাকেন। তাই তাদের কাছে জিন থেরাপি আকর্ষণীয়ই হবে।

ইউনিকিউর এনভির তথ্যমতে, যুক্তরাষ্ট্র ও ইউরোপে প্রায় ১ কোটি ৬০ লাখ মানুষ হিমোফিলিয়া বি’তে আক্রান্ত। সেই তুলনায় হিমোফিলিয়া এ’র রোগী প্রায় পাঁচগুণ বেশি।

চলতি বছরের শুরুতে থ্যালাসেমিয়ার চিকিৎসায় জিনটেগ্লো নামের একটি ওষুধের অনুমোদন দেওয়া হয়। এর দাম আনুমানিক ২৮ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ কোটি ৫৬ লাখ টাকা।

1 Comment

Leave a Reply

Your email address will not be published.

X