কেরালার নদীতে ৩০ ফুট লম্বা মেসি, ৪০ মিটার লম্বা নেইমার!
ফিফা বিশ্বকাপের উত্তেজনা শুরু হয়েছে। প্রিয় দলকে সমর্থন দিতে চলছে নানা আয়োজন।
এবার ভারতের কেরালার নদীতে দেখা মিলল লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের। কেরালার ফুটবল ভক্তরা একটি নদীতে মেসি-নেইমারের বিশাল প্রতিকৃতি বা কাট-আউট স্থাপন করেছেন।
পুল্লভুর শহরের কুরুঙ্গাতু কাদাভু নদীর মাঝখানে আর্জেন্টাইন সুপারস্টার মেসির একটি 30 ফুট কাট-আউট রাখা হয়েছে। এটি আর্জেন্টিনা ফ্যান অ্যাসোসিয়েশন দ্বারা স্থাপন করা হয়েছিল।
একই নদীতে নেইমার জুনিয়র পেশির সামনে একটু দাঁড়িয়ে আছেন। মেসির একটু সামনে আরও বেশি লম্বা করে নেইমারের কাট-আউটের দৈর্ঘ্য বানানো হয়েছে ৪০ মিটার।
২০ নভেম্বর কাতারে শুরু হচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ ।