February 16, 2025
কেরালার নদীতে ৩০ ফুট লম্বা মেসি, ৪০ মিটার লম্বা নেইমার!

কেরালার নদীতে ৩০ ফুট লম্বা মেসি, ৪০ মিটার লম্বা নেইমার!

কেরালার নদীতে ৩০ ফুট লম্বা মেসি, ৪০ মিটার লম্বা নেইমার!

কেরালার নদীতে ৩০ ফুট লম্বা মেসি, ৪০ মিটার লম্বা নেইমার!

ফিফা বিশ্বকাপের উত্তেজনা শুরু হয়েছে। প্রিয় দলকে সমর্থন দিতে চলছে নানা আয়োজন।

এবার ভারতের কেরালার নদীতে দেখা মিলল লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের। কেরালার ফুটবল ভক্তরা একটি নদীতে মেসি-নেইমারের বিশাল প্রতিকৃতি বা কাট-আউট স্থাপন করেছেন।

পুল্লভুর শহরের কুরুঙ্গাতু কাদাভু নদীর মাঝখানে আর্জেন্টাইন সুপারস্টার মেসির একটি 30 ফুট কাট-আউট রাখা হয়েছে। এটি আর্জেন্টিনা ফ্যান অ্যাসোসিয়েশন দ্বারা স্থাপন করা হয়েছিল।

একই নদীতে নেইমার জুনিয়র পেশির সামনে একটু দাঁড়িয়ে আছেন। মেসির একটু সামনে আরও বেশি লম্বা করে নেইমারের কাট-আউটের দৈর্ঘ্য বানানো হয়েছে ৪০ মিটার।

২০ নভেম্বর কাতারে শুরু হচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ ।

Leave a Reply

Your email address will not be published.

X