আর্জেন্টিনায় ফুটবল ম্যাচে সংঘর্ষে নিহত অন্তত ১, আহত দেড় শতাধিক
আর্জেন্টিনায় বোকা জুনিয়র্স ও জিমনেসিয়ার ফুটবল ম্যাচে সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষে নিহত হয়েছে অন্তত ১ জন। আর দেড় শতাধিক আহতের খবর পাওয়া গেছে। বুয়েনস আইরেস থেকে ৫০ কিমি দূরের লা প্লাটা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বোকা ও জিমনেসিয়া। শিরোপা নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচ দেখতে জিমনেসিয়ার মাঠে ঢুকতে পারছিলেন না তাদেরই সমর্থকরা। কারণ, বোকা জুনিয়র্সের সমর্থকরাই গ্যালারির অধিকাংশ জায়গা দখল করে রেখেছিল। অন্যদিকে, জিমনেসিয়ার সমর্থকরা ভিড় জমিয়েছিলেন মাঠের বাইরে। কিন্তু পুলিশ অতিরিক্ত দর্শককে ঢুকতে দেয়নি স্টেডিয়ামে। পুলিশ সমর্থকদের বাধা দেয়ার সঙ্গে সঙ্গে বেধে যায় সংঘর্ষ। এরপর পুলিশ রবার বুলেট এবং কাঁদানে গ্যাস ছুড়তে থাকে। ধোঁয়ায় রেফারি হারনান মাস্ত্রাঙ্গেলো খেলা বন্ধ করে দেন। নিহতের ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি । অন্যদিকে, আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন এক টুইট বার্তা জানিয়েছে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন আর কখনও না হয়, সেদিকে খেয়াল রাখা হবে।