November 21, 2024
শীর্ষে থেকেই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

শীর্ষে থেকেই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

শীর্ষে থেকেই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

কাতারে বিশ্বকাপের আগে শেষবারের মতো র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। সেপ্টেম্বরের উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ জিতে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল টেবিলের শীর্ষে রয়েছে। অন্যদিকে একই সঙ্গে দুটি প্রীতি ম্যাচ জিতে আর্জেন্টিনার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই তিনে আছেন আলবিসেলেস্তেরাও।

শীর্ষে থেকেই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

সর্বশেষ আন্তর্জাতিক ফুটবল উইন্ডোতে ৫৩টি উয়েফা নেশনস লিগ এবং ১১৯ টি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এই উইন্ডোটি বন্ধ হওয়ার পর, ফিফা গতকাল (৬ অক্টোবর) র‌্যাঙ্কিং তালিকা আপডেট করেছে। আগের ৩২টি বাছাইপর্বের ম্যাচও র‌্যাঙ্কিংয়ে প্রভাব ফেলেছে।

গত সপ্তাহে ঘানা ও তিউনিসিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছে ব্রাজিল। দুটি জয় হেক্সা মিশনের আগে র‌্যাঙ্কিংয়ে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বেলজিয়ামের (দ্বিতীয়) সাথে পয়েন্টের ব্যবধানও বাড়িয়ে দিয়েছে। বেলজিয়াম নেশন্স লিগে অষ্টম র‌্যাঙ্কের নেদারল্যান্ডসের কাছে হেরেছে।

ব্রাজিলের মহাদেশীয় প্রতিপক্ষ আর্জেন্টিনা গত সপ্তাহে একই ব্যবধানে (৩-০) হন্ডুরাস ও জ্যামাইকাকে হারিয়েছে। টানা ৩৫ ম্যাচে অপরাজিত থাকা দলটি তিনে থেকে বিশ্বকাপ খেলতে যাচ্ছে। অন্যদিকে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের সাম্প্রতিক ফর্ম ভালো যাচ্ছে না । নেশনস লিগে ব্যর্থতার কারণে তাদের রেটিং পয়েন্ট কমে গেলেও আগের মতো চারেই অবস্থান তাদের। আর ইংল্যান্ড যথারীতি পাঁচে। শীর্ষ দশে একমাত্র উন্নতি ইতালির। ষষ্ঠ স্থানে এসেছেন সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। আর তাদের জায়গা দিয়ে একধাপ নিচে নেমে গেছে স্পেন (সপ্তম)। এবং নবম ও দশম স্থানে যথাক্রমে- পর্তুগাল ও ডেনমার্ক।

Leave a Reply

Your email address will not be published.

X