January 18, 2025
কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে আম চাষিদের, বিক্রি হচ্ছে মাত্র দুই টাকা কেজি দরে

কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে আম চাষিদের, বিক্রি হচ্ছে মাত্র দুই টাকা কেজি দরে

কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে আম চাষিদের, বিক্রি হচ্ছে মাত্র দুই টাকা কেজি দরে

কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে আম চাষিদের, বিক্রি হচ্ছে মাত্র দুই টাকা কেজি দরে

অবশেষে বৈশাখের শুরু হয়েছে চোখ রাঙানি। দেখাতে শুরু করেছে তার ভয়ঙ্কর রূপ। যশোরের শার্শা উপজেলায় বৃহস্পতিবার বিকেলে কয়েক মিনিটের হালকা কালবৈশাখী ঝড়ে আমসহ কৃষকের সোনালী ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বেশির ভাগ আমের বাগানে আম পড়ে দেখে মনে হচ্ছে প্রকৃতি যেন আমের চাদর বিছিয়ে দিয়েছে। বাগানের ছোট-বড় অধিকাংশ আম ঝরে পড়ে নষ্ট হয়ে গেছে। ঝরে পড়া আম দেখে হাত তুলেছেন এখানকার আম চাষীরা। সেসব আম বিক্রি হচ্ছে মাত্র দুই টাকা কেজি দরে। এ অবস্থায় স্থানীয় আম চাষিরা চরম হতাশ।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, চলতি মৌসুমে শার্শা উপজেলায় নয় হাজার হেক্টর আমের বাগান রয়েছে। এর মধ্যে উপজেলাজুড়ে প্রায় সব বাগানেই কালবৈশাখী হানা দিয়েছে।

উপজেলার বাগানচড়া এলাকার বাসিন্দা এক আম বাগান মালিক জানান, বৃহস্পতিবার বিকেলে ঝড়ে তার বাগানের বিভিন্ন জাতের আম নষ্ট হয়ে যায়। প্রতিযোগিতার কারণে বেশির ভাগ আম বাজারে বিক্রি করা যাচ্ছে না। যার কারণে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে।

একই কথা বললেন শার্শা, বাগানচড়া, রামপুর এলাকার আম চাষিরাও । তারা জানান, গত কয়েক বছরে ব্যাপক লোকসানের পর আমের ভালো দাম পাওয়ার স্বপ্ন ছিল। কালবৈশাখী ঝড়ে অনেক আম নষ্ট হয়ে গেছে।

শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ মন্ডল জানান, ঝড়ে এ উপজেলায় আম চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। বাগানের অনেক আম ঝরে গেছে, এতে আম চাষিদের ক্ষতি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.

X