January 18, 2025
বিনা পারিশ্রমিকে ১২০০ তম কিডনি প্রতিস্থাপন করে মহত্তের নজির স্থাপন করেছেন ডা. কামরুল ইসলাম

বিনা পারিশ্রমিকে ১২০০ তম কিডনি প্রতিস্থাপন করে মহত্তের নজির স্থাপন করেছেন ডা. কামরুল ইসলাম

বিনা পারিশ্রমিকে ১২০০ তম কিডনি প্রতিস্থাপন করে মহত্তের নজির স্থাপন করেছেন ডা. কামরুল ইসলাম

 

বিনা পারিশ্রমিকে ১২০০ তম কিডনি প্রতিস্থাপন করে মহত্তের নজির স্থাপন করেছেন ডা. কামরুল ইসলাম

মঙ্গলবার (১৮ অক্টোবর’২২) সন্ধ্যায় রাজধানীর শ্যামলীতে তার প্রতিষ্ঠিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে এক রোগীর কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে তিনি এই মহাকৃতিত্ব অর্জন করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ১২০০ তম রোগীর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ডি ঘর গ্রামে। দুই কিডনিই বিকল হওয়ায় গত এক বছর ধরে তিনি কিডনি রোগে ভুগছিলেন। রোগীর বয়স ৫১ বছর। রোগীর স্ত্রী তাকে কিডনি দান করেন।

সফলভাবে ১২০০তম কিডনি প্রতিস্থাপনের পর অধ্যাপক ডা. কামরুল ইসলাম বলেন, এটা আসলে আল্লাহর রহমতে হয়েছে। তিনিই আসলে আমাকে এই কাজটি করতে মনোবল  দিয়েছেন , সে কারণেই তিনি আমাকে এই প্রতিভা এবং শক্তি দিয়েছেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আজীবন মানুষের সেবায় কাজ করতে পারি।

অধ্যাপক ডাঃ কামরুল ইসলাম যুগান্তরকে আরও বলেন, কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নিষ্ঠা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার প্রতিষ্ঠানে কর্মরত প্রায় সকল চিকিৎসক, নার্স ও কর্মচারীরা শুরু থেকেই এখানে অবিরাম কাজ করে যাচ্ছেন। যার কারণে এখানে একটি দল গঠন করা হয়েছে। যে কারণে আমরা ধারাবাহিক সাফল্য পাচ্ছি।

শহীদ মুক্তিযোদ্ধার ছেলে অধ্যাপক ডাঃ কামরুল ইসলাম বলেন, মানুষের জন্য কিছু করছি, এটা ভাবলেই আমার কাছে অন্যরকম একটা ভালোলাগা কাজ করে। আমার জন্য দোয়া করবেন, যেন আমৃত্যু মানুষের সেবায় কাজ করতে পারি।

প্রতিদিন ১২ থেকে ১৪ ঘণ্টা হাসপাতালে থাকি। তাই বিয়ে বা কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের  সুযোগ পাই না। আমি রোগীদের নিরাময়ে ও তাদের কষ্ট লাঘব করে আনন্দ খুঁজে পাই,।

Leave a Reply

Your email address will not be published.

X