January 19, 2025
আর নয় ছাঁটাই, এবার টুইটারে দেব নিয়োগ: এলন মাস্ক

আর নয় ছাঁটাই, এবার টুইটারে দেব নিয়োগ: এলন মাস্ক

আর নয় ছাঁটাই, এবার টুইটারে দেব নিয়োগ: এলন মাস্ক

আর নয় ছাঁটাই, এবার টুইটারে দেব নিয়োগ: এলন মাস্ক

টুইটারের মালিক ইলন মাস্ক বলেছেন, আর কোনো কর্মী ছাঁটাই করা হবে না। এখন নতুন কর্মী নিয়োগ করা হবে। টুইটার কর্মীদের সঙ্গে বৈঠকে এমন সিদ্ধান্ত নেন মাস্ক।

টুইটারে সাড়ে ৭ হাজার কর্মী ছিলেন। এর মধ্যে দুই-তৃতীয়াংশ কর্মী ইতিমধ্যে ছাঁটাই করেছেন মাস্ক। কর্মী ছাঁটাই নিয়ে তোপের মুখে ছিলেন মাস্ক। তার সমালোচনাও বাড়ছিল। এরই মধ্যে কর্মী নিয়োগের নতুন পরিকল্পনা নিয়ে এসেছেন মাস্ক। জানা গেছে, ১২০০ প্রযুক্তি বিশেষজ্ঞ পদত্যাগ করায় বিপাকে পড়েন মাস্ক। পরে তাদের ফিরিয়ে আনতে আলাদাভাবে বৈঠক করেন।

ইলন টুইটারের ইঞ্জিনিয়ারিং এবং বিক্রয় কর্মীদের নিয়োগ করার পরিকল্পনা করেছে, এমনকি তিনি সংস্থার অন্যান্য কর্মচারীদের শূন্য পদের জন্য উপযুক্ত কর্মচারী খোঁজার নির্দেশ দেন। তবে টুইটার কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে শূন্যপদ ঘোষণা করেনি।

সফ্টওয়্যারে অভিজ্ঞতা আছে তাদের প্রথম সুযোগ দেওয়া হবে, মাস্ক বলেন. টুইটারের সদর দপ্তর টেক্সাসে সরিয়ে নেওয়ার গুজব প্রসঙ্গে মাস্ক বলেন, এখনও এ ধরনের কোনো চিন্তাভাবনা নেই।

Leave a Reply

Your email address will not be published.

X