November 21, 2024
ইউক্রেনকে আরও ৫৩০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

ইউক্রেনকে আরও ৫৩০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

ইউক্রেনকে আরও ৫৩০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে সহায়তা করার জন্য এবং ইউক্রেনকে ঘুরে দাঁড়ানোর জন্য বিশ্ব ব্যাংক ও দাতা দেশগুলোর বিশেষ সহায়তা ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে।

ইতোমধ্যেই ইউক্রেনকে আরও ৫৩০ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। এই তহবিলগুলি জনগুরুত্বপূর্ণ খাতে ব্যয় করা হবে – তা হলঃ  স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক উন্নয়ন।

এর মধ্যে দাতা দেশ যুক্তরাজ্য ও ডেনমার্ক ৫০০ কোটি টাকা এবং বাকি ৩ কোটি ডলার ঋণ হিসেবে দেবে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিশ্বব্যাংকের ইউরোপ ও মধ্য এশিয়ার ভাইস প্রেসিডেন্ট আনা বিজার্ড এ তথ্য জানিয়েছেন।

ব্যাঙ্কের পূর্ব ইউরোপ অঞ্চলের পরিচালক অরূপ ব্যানার্জি বলেন, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে ঘুরে দাঁড়াতে হলে আগামী তিন বছরে ১০০ বিলিয়ন ডলারের প্রয়োজন হবে। তবে এই মুহূর্তে প্রয়োজন সাধারণ মানুষকে বাঁচিয়ে রাখা।

 

 

Leave a Reply

Your email address will not be published.

X