November 24, 2024
পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাঃ যুদ্ধাপরাধের অভিযোগ যৌক্তিক, বললেন বাইডেন

পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাঃ যুদ্ধাপরাধের অভিযোগ যৌক্তিক, বললেন বাইডেন

মার্কিন ড্রোন ধ্বংসকারী পাইলটদের পুরস্কৃত করলো রাশিয়া

পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাঃ  যুদ্ধাপরাধের অভিযোগ যৌক্তিক, বললেন বাইডেন

প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন তা যৌক্তিক। তিনি আরও বলেন, পুতিন ইউক্রেনে পরিষ্কার যুদ্ধাপরাধ ঘটিয়েছেন।

গ্রেফতারি পরোয়ানা প্রসঙ্গে বাইডেন বলেন, ‘এটি আন্তর্জাতিকভাবে শুধু স্বীকৃতি দিল না, শক্তিশালী একটি পয়েন্ট তৈরি হলো।’

এর আগে শুক্রবার (১৭ মার্চ) আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) বিশ্বের অন্যতম শক্তিধর দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

নেদারল্যান্ডের হেগ ভিত্তিক এ আদালত শুক্রবার এক বিবৃতিতে জানায়, ‘জোরপূর্বক ইউক্রনের নাগরিকদের (শিশুদের) নিয়ে যাওয়া এবং রাশিয়ার নিয়ন্ত্রিত ইউক্রেনের অঞ্চলগুলো থেকে জোরপূর্বক নাগরিকদের (শিশুদের) রাশিয়ার নিয়ে যাওয়ার মতো যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে পুতিনের বিরুদ্ধে।’

এছাড়াও জাতিসংঘের সহযোগিতায় তৈরি করা একটি তদন্ত প্রতিবেদনে দাবি করা হয়, ইউক্রেনে বিস্তৃত মানবতাবিরোধী অপরাধ করেছে রাশিয়া, যার মধ্যে রয়েছে জোরপূর্বক শিশুদের দেশান্তরিত করা। এ প্রতিবেদন প্রকাশের এক দিন পরই রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ আদালত।

এদিকে পুতিনকে গ্রেফতারের বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন, ‘রাশিয়া আন্তর্জাতিক অপরাধ আদালতের কোনো সদস্য নয় এবং এর নির্দেশ মানার জন্য বাধ্য নয়। রাশিয়া এ আদালতকে কোনো সহযোগিতা করে না। আন্তর্জাতিক আদালত থেকে আসা গ্রেফতারি পরোয়ানা আইনগতভাবে আমাদের কাছে ভিত্তিহীন।’

1 Comment

Leave a Reply

Your email address will not be published.

X