মোরগের ঠোকরে প্রাণ গেল যুবকের!
“মাঝে মধ্যে পৃথিবীর ইতিহাসে এরকম কিছু ঘটনা ঘটে যেগুলো অনিচ্ছা হলেও সামনে চলে আসে। আর সৃষ্টিকর্তাও কিছু কিছু জন্ম,জীবন যেমন আশ্চর্য করে সৃষ্টি করেছেন। আবার অনেক মৃত্যুও কল্পনার বাইরে চিন্তার বাইরে রেখে দিয়েছেন। যা মানব মন কখনোই ভাবতে পারে না । সেটাও ঘটে যায় মাঝেমধ্যে। সেরকম একটা ঘটনা ঘটেছে আয়ারল্যান্ডেের যুবকের ক্ষেত্রে। সেখানে একটা মোরগের ঠোকরে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে মারা যায় । যে মৃত্যুর পর পুলিশ সহ কেউ বুঝতে পারেনি যে, এটা মুরগির কামড়ে হয়েছে । অতঃপর আদালতে মামলার অনেকদিন পর এই বিষয়টি স্পষ্ট হয় যে মুরগির আঘাতে যুবক মারা যায়।“
ঘটনাটি এরকম ছিলঃ
আয়ারল্যান্ডে এক বদমেজাজি মোরগের আক্রমণে জেসপার ক্রস নামে যুবক প্রাণ হারিয়েছেন। একটি শিশুকে তাড়া করার সময় ওই যুবক ব্রাহমা জাতের ওই মোরগকে বাধা দিতে গেলে এটি তাকে ঠোকর মেরে আহত করে।
ঘটনাটি গত বছরের এপ্রিলে ঘটলেও বিষয়টি সম্প্রতি জানা গেছে। যুবকের বাড়ির পাশে তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশ হত্যা মামলা দায়ের করে।
ওই মামলা তদন্ত করতে গিয়ে সম্প্রতি আদালতে এ চাঞ্চল্যকর এ প্রতিবেদর জমা দেয়। জেসপার ক্রসের ঘাড় ও পায়ে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। পরে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।