January 18, 2025
আজারবাইজানের সাথে একটি নতুন যুগ শুরু করব: এরদোগান

আজারবাইজানের সাথে একটি নতুন যুগ শুরু করব: এরদোগান

আজারবাইজানের সাথে একটি নতুন যুগ শুরু করব: এরদোগান

আজারবাইজানের সাথে একটি নতুন যুগ শুরু করব: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, তিনি আজারবাইজানের সঙ্গে নতুন যুগের সূচনা করতে চান।

কৃষ্ণ সাগরে আবিষ্কৃত প্রাকৃতিক গ্যাসকে তুরস্কের জাতীয় গ্রিডে সংযুক্ত করার বিষয়ে এক সম্মেলনে এরদোগান এ কথা বলেন। ইয়েনি সাফাকের খবর।

রবিবার, এরদোগান ঘোষণা করেছিলেন যে তুরস্ক কৃষ্ণ সাগরে ৫৪০বিলিয়ন কিউবিক মিটার বা ১৯ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস আবিষ্কার করেছে।

তুর্কি অনুসন্ধান জাহাজ ফাতিহ, ইয়াভুজ এবং কানুনি এখনও কৃষ্ণ সাগরে কাজ করছে।

এ সময় এরদোগান বলেন, তুরস্ক আজারবাইজানের পাশাপাশি এ অঞ্চলে নতুন যুগের মাইলফলক স্থাপন করছে।

রোববার তুরস্কের এরজুরুম প্রদেশে এক সমাবেশে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে সংবাদ সম্মেলন করবেন বলেও জানিয়েছেন এরদোগান।

এ সময় তিনি আরও বলেন, আমরা ইসলামি বিশ্বের সঙ্গে সম্পর্ক নিবিড় করছি। তুরস্ক আফ্রিকা ও বলকান অঞ্চলের সঙ্গে সম্পর্ক অটুট রাখতে চায়।

এ ছাড়া আঙ্কারা রাশিয়া, চীন, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published.

X