ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট ইভা গ্রেফতার
ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট ইভা কাইলিকে গ্রেফতার করেছে বেলজিয়াম পুলিশ । শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। এ মামলার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র এ কথা জানিয়েছে।
বিশ্বকাপের আয়োজক দেশ কাতার দুর্নীতি করেছে— এমন অভিযোগের বিষয়ে তদন্তে ইভার নাম এসেছে।
পরে এ ঘটনায় সংশ্লিষ্ট চার সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। এর পর ইভাকে গ্রেফতার করা হলো।
পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য ইভা কাইলিকে গ্রেফতার করা হয়েছে। তিনি হচ্ছেন আগে গ্রেফতার করা চার ব্যক্তির অন্যতম অংশীদার।
এর আগে, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ১৬টি স্থানে ছয় মিলিয়ন ইউরো উদ্ধারের পর বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটর তাদের গ্রেপ্তারের ঘোষণা দেন।
প্রসিকিউটররা বিশেষভাবে সন্দেহভাজনদের শনাক্ত করেননি বা জড়িত দেশগুলোর নাম দেননি। এক্ষেত্রে তারা সহজভাবে বলেছে, এটি একটি ‘গাল্ফ’ রাষ্ট্র।