January 20, 2025
পুতিন রুশ সেনাদের মায়েদের বলেছেন সব খবর বিশ্বাস করবেননা

পুতিন রুশ সেনাদের মায়েদের বলেছেন সব খবর বিশ্বাস করবেননা

পুতিন রুশ সেনাদের মায়েদের বলেছেন সব খবর বিশ্বাস করবেননা

পুতিন রুশ সেনাদের মায়েদের বলেছেন সব খবর বিশ্বাস করবেননা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধরত রুশ সৈন্যদের মায়েদের সাথে এক বৈঠকে একথা বলেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাদের মায়েদের সঙ্গে দেখা করেছেন। এ সময় তিনি ইন্টারনেটের সব খবর বিশ্বাস না করার আহ্বান জানান। পুতিন বলেন, “আপনি টেলিভিশনে যা দেখেন বা ইন্টারনেটে যা পড়েন তা বিশ্বাস করবেন না, কারণ সেখানে প্রচুর ভুয়া খবর এবং মিথ্যা ছড়ানো হচ্ছে।”

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে সামরিক কর্মী ও পুতিনের মায়েদের মধ্যে বৈঠকের খবর প্রচারিত হয়। এতে পুতিনকে বলতে শোনা যায়, “আমি এবং রাশিয়ান নেতৃত্ব আপনাদের কষ্টের ভাগীদার। আমরা জানি সন্তান হারানোর বেদনা কোন কিছুই দূর করতে পারে না। এই যন্ত্রণা একজন মায়ের জন্য সবচেয়ে বেশি।”

পুতিন আশ্বস্ত করেছেন যে এই যুদ্ধে মায়েদের আত্মত্যাগ তিনি কখনো ভুলবেন না।

গত সেপ্টেম্বরে রুশ প্রেসিডেন্ট ইউক্রেনে তিন লাখ সেনা পাঠানোর ঘোষণা দেন। এরই মধ্যে মোবিলাইজেশনের মাধ্যমে এসব সেনা ইউক্রেনে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এক মাসেরও বেশি সময় ধরে প্রশিক্ষণ নিচ্ছেন তারা। মনে করা হচ্ছে, এই সব সেনা ইউক্রেনে পৌঁছালে যুদ্ধের গতিবেগ বদলে যেতে পারে।

২৪ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। এ পর্যন্ত যুদ্ধে উভয় পক্ষের বহু সেনা নিহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

X