January 19, 2025
রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলা: ইউক্রেন জুড়ে পানি ও বিদ্যুতের সংকট

রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলা: ইউক্রেন জুড়ে পানি ও বিদ্যুতের সংকট

রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলা: ইউক্রেন জুড়ে পানি ও বিদ্যুতের সংকট

রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলা: ইউক্রেন জুড়ে পানি ও বিদ্যুতের সংকট

ইউক্রেন জুড়ে জ্বালানি অবকাঠামোতে রাশিয়ান বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার ফলে বেশ কয়েকটি শহরের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইউক্রেনের এই হামলার কারণে মোল্দোভার অধিকাংশ এলাকাও অন্ধকারে নিমজ্জিত হয়েছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, শহরের বেশ কিছু অংশ বিদ্যুৎ ও পানি ছাড়াই রয়েছে। এদিকে, পশ্চিমাঞ্চলীয় শহর লভিভও বিদ্যুৎবিহীন।

কিন্তু দেশে শুরু হয়েছে হাড় হিম শীত। ইউক্রেনের অনেক অংশে তাপমাত্রা হিমাঙ্কের নিচে বা কাছাকাছি নেমে গেছে। এ অবস্থায় যথাযথ বিদ্যুৎ সরবরাহ না থাকায় চরম বিপর্যয়ের মুখে পড়েছে দেশটির বাসিন্দাদের জীবন।

ইউক্রেন সীমান্তবর্তী প্রতিবেশী দেশ মলদোভায় একটি ‘মারাত্মক’ বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। তবে মলদোভা এখনো সরাসরি রুশ আক্রমণের শিকার হতে পারেনি।

তবে মোল্দোভার উপ-প্রধানমন্ত্রী আন্দ্রেই স্পিনু টুইটারে লিখেছেন যে মোল্দোভার অর্ধেকের বেশি বিদ্যুৎবিহীন। তিনি বলেছিলেন যে ইউক্রেনের শক্তি অবকাঠামোতে হামলার কারণে মোল্দোভায় এই “ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট” হয়েছে।

কয়েক ঘণ্টার মধ্যে মলদোভার রাজধানীতে বিদ্যুৎ সরবরাহ আবার কাজ শুরু করে।

গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। দেশের ক্ষতিগ্রস্ত পাওয়ার গ্রিডের অর্ধেক মেরামত করা জরুরি হয়ে পড়েছে।

বৃহত্তর কিয়েভ অঞ্চলের প্রধান বলেছেন, রাশিয়া সেখানে গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো ও বাসস্থানে হামলা চালিয়ে যাচ্ছে। কিয়েভে হামলায় তিনজন নিহত হয়েছেন বলেও কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে, পশ্চিমাঞ্চলীয় শহর লভিভের মেয়র রুশ হামলা এড়াতে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.

X