রাশিয়া যুক্তরাষ্ট্রের সাথে বন্দী বিনিময়ে আগ্রহী
রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দি বিনিময়ে আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে থাকবেন ‘মার্চেন্ট অফ ডেথ’ নামে পরিচিত রাশিয়ান অস্ত্র চোরাচালানকারী ভিক্টর বাউট এবং আমেরিকান বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনার।
রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, “আমরা সম্ভাব্য বন্দী বিনিময়ের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট চুক্তির অপেক্ষায় আছি।”
রিয়াবকভ বলেন, আমেরিকানরা এ ব্যাপারে ইঙ্গিত দিয়েছে। আমরা একটির চুক্তির জন্য একটি বিশেষ চ্যানেলের মাধ্যমে পেশাদারভাবে কাজ করছি। যাদের আলোচনা হচ্ছে তাদের মধ্যে ভিক্টর বাউট রয়েছেন এবং চুক্তিটি অবশ্যই একটি ইতিবাচক ইঙ্গিতের উপর নির্ভরশীল।
গ্রিনার ছাড়াও, সম্ভাব্য বন্দি বিনিময়ে পল হুইলানও রয়েছে, মাদক ও গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত মার্কিন নাগরিক। যিনি রাশিয়ায় ১৬বছরের সাজা ভোগ করছেন।
এই বন্দি বিনিময় সফল হলে, এটি হবে ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর দুই শত্রু দেশের ইতিহাসে সবচেয়ে বড় বন্দি বিনিময়।