আঙ্করায় রুশ ও মার্কিন গোয়েন্দাপ্রধানের গোপন বৈঠক
তুরস্কের রাজধানী আঙ্কারায় মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান উইলিয়াম বার্নসের সঙ্গে গোপন বৈঠক করেছেন রুশ গোয়েন্দা প্রধান সের্গেই নারিশকিন।
সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে রাশিয়ার সংবাদমাধ্যম গুলো এ খবর জানিয়েছে।
এদিকে, হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিণতি সম্পর্কে মস্কোকে সতর্ক করতে সিআইএ প্রধান রুশ গোয়েন্দা প্রধানের সঙ্গে বৈঠক করেছেন।
সিআইএর বর্তমান প্রধান উইলিয়াম বার্নস একসময় রাশিয়ায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
তবে রাশিয়ার বিদেশি গোয়েন্দা সংস্থার প্রধান সের্গেই নারিশকিনের সঙ্গে উইলিয়াম বার্নসের আলোচনার বিস্তারিত কিছু জানা যায়নি।
তুরস্কের গোয়েন্দা কর্মকর্তাদের তত্ত্বাবধানে দুই গোয়েন্দা প্রধানের মধ্যে বৈঠকের আয়োজন করা হয়েছে।