রাজা চার্লসের দিকে ডিম ছুড়ে মারা হয়
কিছুদিন আগে ব্রিটিশ সিংহাসনে বসেন রাজা তৃতীয় চার্লস। তার মা দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তিনি এখন ব্রিটেনের প্রধান। ডিমটি রাজা চার্লসের দিকে নিক্ষেপ করা হয়েছিল। একজন যুবক রাজার দিকে একটি নয়, বেশ কয়েকটি ডিম ছুড়ে মারে। যদিও রাজার গায়ে একটা ডিমও পড়েনি।
ঘটনাটি ঘটেছে উত্তর ইংল্যান্ডের ইয়র্কশায়ারে। রাজা এবং রানী কনসোর্ট সেখানে দুই দিনের সফরে যান। রানী দ্বিতীয় এলিজাবেথের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে যোগ দিতে তিনি উত্তর ইংল্যান্ডে গিয়েছিলেন। রাজার সফরের জন্য জনতা ইয়র্কে অস্থায়ী ব্যারিকেড দিয়েছিল। তার মধ্যে থেকে ব্রিটিশ রাজপরিবারের মাথায় তিনটি ডিম নিক্ষেপ করা হয়।
এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে রাজা চার্লস রানী কনসর্ট ক্যামিলার সাথে করমর্দন করছেন। এ সময় পরপর বেশ কয়েকটি ডিম ফুটে। রাজা চার্লসের শরীরে একটি ডিমও ছিল না, কিন্তু সেগুলো তার পায়ের সামনে পড়েছিল। কিন্তু রাজা চার্লস ডিম উড়তে দেখে তেমন বিচলিত হননি।
এদিকে ডিম নিক্ষেপকারী যুবককে আটক করেছে পুলিশ। ডিম ছোড়ার বিষয়টি দেখতে পেয়েই অভিযুক্ত যুবকের দিকে ছুটে যায় পুলিশ। রাজপরিবারের সম্মান রক্ষায় চার পুলিশ সদস্য ওই যুবককে মাটিতে ফেলে হাতকড়া পরিয়ে দেন। এ সময় যুবককে বলতে শোনা যায়, এ দেশ দাসদের রক্তে গড়া। আশেপাশে দাঁড়িয়ে থাকা বাকি লোকজন ওই যুবককে গালিগালাজ করতে থাকে। অনেকে ‘প্রভু রাজাকে বাঁচাও ‘ স্লোগান দেন।