October 18, 2024
ইউক্রেনে ১ কোটি ৪০ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

ইউক্রেনে ১ কোটি ৪০ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

ইউক্রেনে ১ কোটি ৪০ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, রাশিয়ার আগ্রাসনে এ পর্যন্ত ইউক্রেনের ১৪ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

বুধবার, নিরাপত্তা পরিষদের গ্র্যান্ডি বলেছেন, “ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বিশ্ব কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় এবং দ্রুততম স্থানচ্যুতির সাক্ষী হয়েছে।” ২৪ ফেব্রুয়ারি থেকে এক কোটি ৪০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

আগামী শীতে ইউক্রেন সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে বলেও সতর্ক করেছেন জাতিসংঘের শরণার্থী কমিশনের প্রধান। “মানবিক সাহায্য সংস্থাগুলো নাটকীয়ভাবে তাদের কার্যক্রম বাড়িয়েছে,” তিনি বলেন। তবে আরও কাজ করতে হবে। এই অর্থহীন যুদ্ধের অবসানের উদ্যোগ নেওয়া জরুরি।

শরণার্থী কমিশন আরো বলেছে, বেসামরিক স্থাপনায় হামলার কারণে মানবিক সহায়তার প্রয়োজনীয়তা বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published.

X