November 25, 2024
নৌবহরে হামলার কারণে শস্য রপ্তানি চুক্তি স্থগিত করেছে রাশিয়া

নৌবহরে হামলার কারণে শস্য রপ্তানি চুক্তি স্থগিত করেছে রাশিয়া

ইউক্রেনগামী সব জাহাজে তল্লাশি চালানো হবে, জাতিসংঘকে রাশিয়া

নৌবহরে হামলার কারণে শস্য রপ্তানি চুক্তি স্থগিত করেছে রাশিয়া

কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌবহরে ড্রোন হামলার ঘটনায় খাদ্যশস্য রপ্তানি চুক্তি স্থগিত করেছে রাশিয়া

রাশিয়া ক্রিমিয়ান উপদ্বীপের সেভাস্তোপল বন্দর থেকে শস্য রপ্তানি করিডোর সুরক্ষিত করতে কৃষ্ণ সাগরে নৌবহর মোতায়েন করেছে।

সেবাস্তোপলের গভর্নর মিখাইল রাজভোজাইভ বলেছেন, শনিবার ভোর সাড়ে ৪টা থেকে সেভাস্তোপলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কয়েক ঘণ্টা ধরে ড্রোন হামলা প্রতিহত করেছে।

তিনি বলেন, যে সব ড্রোন হামলা হয়েছে সেগুলো গুলি করে নামানো হয়েছে এবং কোনো বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি। রাজভোজাইভ দাবি করেছেন যে হামলায় কেউ আহত হয়নি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের মাইকোলাইভ অঞ্চলের ওচাকিভ শহরে মোতায়েন ব্রিটিশ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ড্রোন হামলা চালানো হয়েছে।

একটি পৃথক বিবৃতিতে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে এর কারণে তারা আর ইউক্রেন থেকে খাদ্যশস্য বহনকারী কোনো জাহাজের নিরাপত্তা দিতে পারবে না। ফলে শস্য রপ্তানি চুক্তি স্থগিত করেছে রাশিয়া।

Leave a Reply

Your email address will not be published.

X