ইউক্রেন ‘ডার্টি বোমা’ ব্যবহার করতে পারে: রাশিয়া
ইউক্রেন নিজেদের ভূখণ্ডে ‘ডার্টি বোমা’ব্যবহার করে এর দায় মস্কোর ওপর চাপাতে পারে বলে আশঙ্কা করছে রাশিয়া।
রোববার আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে টেলিফোনে আলাপকালে রুশ প্রতিরক্ষামন্ত্রী এ অভিযোগ করেন।
বোমাটিতে পারমাণবিক অস্ত্রের গণবিধ্বংসী শক্তি না থাকলেও, বোমার বিস্ফোরণ বিস্তৃত এলাকায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে দিতে পারে এবং পরিবেশ দূষণ ঘটাতে পারে।
রুশ কর্মকর্তারা বারবার ইউক্রেনকে এ ধরনের বোমা ব্যবহারের অভিযোগ এনেছেন। ইউক্রেনীয় কর্তৃপক্ষ রাশিয়ার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেছে।
রুশ প্রতিরক্ষামন্ত্রীর অভিযোগের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ইউক্রেন।
দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ প্রতিরক্ষামন্ত্রীর এই অভিযোগ একটি বিপজ্জনক মিথ্যাচার।
তিনি বলেন, রাশিয়ার বক্তব্য থেকে মনে হচ্ছে তারা নিজেরাই ইউক্রেনের মাটিতে এ ধরনের তেজস্ক্রিয় বোমা ব্যবহারের পরিকল্পনা করছে।
জেলেনস্কি বলেন, যদি রাশিয়া দাবি করে যে ইউক্রেন এমন কিছু পরিকল্পনা করছে, তার মানে রাশিয়া নিজেই এটি পরিকল্পনা করেছে। এখন বিশ্বের যত তাড়াতাড়ি সম্ভব রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।