রাশিয়া বিশ্ব মানচিত্র থেকে ইউক্রেনকে মুছে ফেলতে পারবে নাঃ বাইডেন
প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ভূখণ্ড দখল করে রাশিয়া কোনো সার্বভৌম রাষ্ট্রকে মানচিত্র থেকে মুছে ফেলতে পারবে না।
ইউক্রেনের চারটি অঞ্চলকে তার ভূখণ্ডে যুক্ত করার রাশিয়ার প্রচেষ্টার বিষয়ে জাতিসংঘে ভোটের পর তিনি এই মন্তব্য করেন।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার (১২ অক্টোবর) জাতিসংঘের সাধারণ পরিষদ ভোটের মাধ্যমে মস্কোর নিন্দা জানায়।,
জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়ার বিরুদ্ধে এই নিন্দা প্রস্তাবকে সমর্থন করেছে ১৪৩টি দেশ। তবে চীন ও ভারতসহ ৩৫টি দেশ ভোটদানে বিরত থাকে। রাশিয়া ছাড়াও বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়া ও নিকারাগুয়া বিরত ছিল।
প্রতীকী হলেও ইউক্রেনে আগ্রাসনের পর এটিই ছিল রাশিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ সংখ্যক ভোট। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে ক্রেমলিনে একটি জমকালো অনুষ্ঠানে লুহানস্ক, ডোনেস্ক, জাপোরিজিয়া এবং খেরসন এর পূর্ব ইউক্রেনীয় অঞ্চলকে রাশিয়ার অংশ করার জন্য নথিতে স্বাক্ষর করেছেন।
বুধবার জাতিসংঘে ভোটের পর এ বিষয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেন, হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের কিছু অংশ রাশিয়ার অধিগ্রহণের নিন্দায় ভোট দিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদ মস্কোকে একটি “স্পষ্ট বার্তা” পাঠিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, “এই সংঘাতের পালা সবার কাছে পরিষ্কার এবং বিশ্ব একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছে (মস্কোকে)। আর তা হলো- রাশিয়া মানচিত্র থেকে একটি সার্বভৌম রাষ্ট্র মুছে ফেলতে পারবে না।
একদিন আগে, বিডেন বলেছিলেন যে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ইউক্রেন দখল করার রাশিয়ার ক্ষমতা “ভুল গণনা” করেছেন। সিএনএন-এর সাথে একটি সাক্ষাত্কারে, তিনি বলেছিলেন যে তিনি বিশ্বাস করেন যে ভ্লাদিমির পুতিন একজন সাধারণ, যুক্তিবাদী মানুষ যিনি ইউক্রেন দখল করার ক্ষমতাকে ভুলভাবে গণনা করেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন যে দেশগুলো প্রস্তাবে সমর্থন দিয়েছে তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। টুইটারে এক বার্তায় তিনি বলেন, “বিশ্ব বলছে রাশিয়ার সংযুক্তিকরণ প্রচেষ্টা মূল্যহীন এবং স্বাধীন দেশগুলো কখনোই এটিকে স্বীকৃতি দেবে না।”