ইউক্রেন যুদ্ধে যোগ দিচ্ছে বেলারুশ! রাশিয়া পারমাণবিক মহড়া শুরু করেছে
ইউক্রেনের যুদ্ধে যোগ দিতে যাচ্ছে বেলারুশ! বেলারুশের পররাষ্ট্র মন্ত্রী ভ্লাদিমির মাকেই। ইঙ্গিত দিয়েছেন যে ইউরোপে একটি মহাযুদ্ধের শঙ্কা বাজছে। এদিকে রাশিয়ার সেনাবাহিনী পরমাণু মহড়া শুরু করেছে বলেও খবর পাওয়া গেছে।
গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে। পুতিনের বাহিনী ডনবাস, ক্রিমিয়া এবং বেলারুশের ভূমি থেকে ইউক্রেন আক্রমণ করেছিল। শুরু থেকেই বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে আছেন। তাই বেলারুশ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিলে অবাক হওয়ার কিছু থাকবে না।
এমন পরিস্থিতিতে সম্প্রতি রাশিয়ার একটি পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছেন বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মেকি। তিনি ইউক্রেনকে সতর্ক করে বলেন, “বেলারুশিয়ান সেনাবাহিনী যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত।” বিশ্লেষকরা মনে করেন, ইউক্রেন যুদ্ধে বেলারুশ যোগ দিলে ইউরোপজুড়ে যুদ্ধের ঘণ্টা বাজবে।
এদিকে আশংকা বাড়িয়ে রাশিয়ার সেনাবাহিনী পরমাণু মহড়া শুরু করেছে বলেও খবর পাওয়া গেছে। যদিও এই ধরনের মহড়া প্রতি বছর অনুষ্ঠিত হয়, তবে ইউক্রেনের যুদ্ধের পরিবেশে তাদের গুরুত্ব নতুন মাত্রা পেয়েছে। এ প্রসঙ্গে ন্যাটো সামরিক জোটের প্রধান জেনস স্টলটেনবার্গ বলেছেন, এর আগেও পরমাণু হামলার হুমকি দিয়েছে রাশিয়া। আমরা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
উল্লেখ্য, রাশিয়া প্রায় সাত মাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে। তবে ইউক্রেনও কিছু সন্ত্রাসী হামলা চালাচ্ছে। তারা বেসামরিক ভবন ও বেসামরিক নাগরিকদের ঢাল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ। ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে মার্কিন অস্ত্র ব্যবহার করলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ‘কৌশলগত পরমাণু’ বা পারমাণবিক বোমা ব্যবহার করতে পারেন বলে আশঙ্কা রয়েছে।