January 18, 2025
এরদোগানের সঙ্গে আবার বৈঠকে বসছেন পুতিন

এরদোগানের সঙ্গে আবার বৈঠকে বসছেন পুতিন

এরদোগানের সঙ্গে আবার বৈঠকে বসছেন পুতিন

 

এরদোগানের সঙ্গে আবার বৈঠকে বসছেন পুতিন

রাশিয়া নিশ্চিত করেছে যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন ইস্যু নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে দেখা করবেন।

সেপ্টেম্বরে, পুতিন-এরদোগান উজবেকিস্তানে সাংহাই সহযোগিতা সম্মেলনের সাইডলাইনে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন। এক মাসের মধ্যে আবার দেখা করতে চলেছেন এই দুজন।

রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, কাজাখস্তানের রাজধানী আস্তানায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।

পেসকভ সোমবার সাংবাদিকদের বলেন, ইউক্রেন-রাশিয়া বিরোধ নিরসনে ইউক্রেনে রাশিয়া ও পশ্চিমা প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠকের ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছে তুরস্ক

মঙ্গলবার পেসকভ বলেছেন, পুতিন-এরদোগান বৈঠকে তুরস্কের প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে।

তারা কাজাখস্তানে এশিয়ার ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স-বিল্ডিং মেজারস (সিআইসিএ) সম্মেলনের সাইডলাইনে আলোচনা করবেন।

এদিকে ইউক্রেনে যুদ্ধ বন্ধে শুরু থেকেই মধ্যস্থতার চেষ্টা করে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। তার প্রচেষ্টায় তুরস্কে আলোচনায় বসেন রাশিয়া-ইউক্রেন প্রতিনিধিরা। তাছাড়া এরদোগানের প্রচেষ্টায় শস্য চুক্তিও অর্জিত হয়েছে।

সুত্রঃ এন পি আর

https://www.npr.org/2022/08/03/1115455899/turkeys-president-erdogan-is-set-to-meet-with-putin-again-and-has-some-requests

Leave a Reply

Your email address will not be published.

X