October 18, 2024
চিকিৎসাশাস্ত্রে ‘সোভান্তে পাবো’ নাম ঘোষণার মধ্য দিয়ে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু

চিকিৎসাশাস্ত্রে ‘সোভান্তে পাবো’ নাম ঘোষণার মধ্য দিয়ে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু

চিকিৎসাশাস্ত্রে 'সোভান্তে পাবো' নাম  ঘোষণার মধ্য দিয়ে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু

 

১৯০১ সালে আরম্ভ হওয়া নোবেল পুরস্কারের ধারাবাহিকতায় ২০২২ সালে মানব বিবর্তনের জিনোম সম্পর্কে তার আবিষ্কারের জন্য এই বছরের চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন সুইডিশ জিনতত্ত্ববিদ ‘সোভান্তে পাবো’। বাংলাদেশের স্থানীয় সময় সোমবার (০৩ অক্টোবর’২২) সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট চিকিৎসা বিজ্ঞানে এই বছরের পুরস্কারের বিজয়ী ঘোষণা করেছে।

আগামী মঙ্গলবার পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। পরদিন ঘোষণা করা হবে রসায়নে নোবেল বিজয়ীর নাম। এরপর আগামী ৬ অক্টোবর যথাক্রমে সাহিত্যে নোবেল এবং ৭ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। শনিবার ও রবিবার মধ্য বিরতি দিয়ে আগামী ১০ অক্টোবর সোমবার অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

 

এই বছর নোবেল ফাউন্ডেশন ২০২২ সালের বিজয়ীদের সাথে বিগত দুই বছরের বিজয়ীদের আগামী ডিসেম্বরে স্টকহোমে নোবেল সপ্তাহে আমন্ত্রণ জানাবে। সেখানেই নোবেল পুরস্কারের মূল্য ১ কোটি সুইডিশ ক্রোনারের (প্রায় ৯ লাখ ডলার) পাশাপাশি  ১০  ডিসেম্বর বিজয়ীদের হাতে একটি সনদ ও একটি স্বর্ণপদক তুলে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.

X