পোপ ফ্রান্সিস প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ইউক্রেনে “সহিংসতা ও বেসামরিকদের মৃত্যু বন্ধ করার” সরাসরি আবেদন জানিয়েছেন। এমনকি ইউক্রেনের যুদ্ধের কারণে তিনি “রক্ত ও অশ্রুর নদীতে ভাসিয়েছেন”, পোপও মন্তব্য করেছেন।
পোপ ফ্রান্সিস রোববার (২ অক্টোবর) ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে তার সাপ্তাহিক উন্মুক্ত প্রার্থনায় এ মন্তব্য করেন।
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে পোপ ফ্রান্সিস অনেক মন্তব্য করেছেন। তবে এবারের তার মন্তব্যই সবচেয়ে আলোচিত বলে বিবেচিত হচ্ছে।
পোপ বলেন, “আগ্রাসনের ফলে ইউক্রেনের জনগণ অসহনীয় দুর্ভোগের মধ্যে রয়েছে। সেজন্য আমি ইউক্রেনের প্রেসিডেন্টের কাছে শান্তি প্রস্তাবটি গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য আবেদন করছি।”
পোপ ফ্রান্সিস বলেছেন, “আমার আবেদন সবার আগে রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রপতির কাছে, এবং একই সাথে, তার জনগণের প্রতি ভালবাসার জন্য, আমি বিনীতভাবে তাকে এই সহিংসতা এবং মৃত্যুর চক্রের অবসানের জন্য বলি।”
তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক দিনগুলোতে যে গুরুতর পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে আমি গভীরভাবে মর্মাহত। প্রকৃতপক্ষে, এটি এমন একটি পর্যায় যা পারমাণবিক (পরিস্থিতির সৃষ্টি) ঝুঁকিতে ফেলতে পারে।’
ক্যাথলিক নেতা পারমাণবিক যুদ্ধের ক্রমবর্ধমান ঝুঁকির নিন্দা করে একে “অযৌক্তিক” বলে অভিহিত করেছেন।
গত শুক্রবার প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের চারটি অঞ্চলকে যুক্ত করার ঘোষণা দেন। সে সময় ক্রেমলিনে দেওয়া ভাষণে পুতিন পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দেন।
এদিকে, ক্যাথলিক চার্চও ইউক্রেনের চারটি অঞ্চলকে যুক্ত করার নিন্দা করেছে