January 18, 2025
৭১ বছরের টেস্ট রেকর্ড ভাঙলেন লঙ্কান স্পিনার প্রভাত জয়াসুরিয়া

৭১ বছরের টেস্ট রেকর্ড ভাঙলেন লঙ্কান স্পিনার প্রভাত জয়াসুরিয়া

৭১ বছরের টেস্ট রেকর্ড ভাঙলেন লঙ্কান স্পিনার প্রভাত জয়াসুরিয়া

৭১ বছরের টেস্ট রেকর্ড ভাঙলেন লঙ্কান স্পিনার প্রভাত জয়াসুরিয়া

প্রভাত জয়াসুরিয়া অফস্টাম্পের বাইরে বোলিং করেছেন, আয়ারল্যান্ডের পল স্টার্লিং কিছুটা নিচু হয়ে যাওয়ায় তা কভার করতে চালান। তবে অতিরিক্ত কভারে দাঁড়িয়েও মেন্ডিসকে ফাঁকি দিতে পারেননি কুশল। বল কুশলের হাতে পড়লেই ইতিহাসে নাম লেখা হয় প্রভাতের। ৭১ বছরের পুরনো রেকর্ড ভেঙে স্পিনার হিসেবে টেস্টে দ্রুততম ৫০ উইকেটের মালিক হয়েছেন এই শ্রীলঙ্কান স্পিনার।

মুরালি-হেরাথের দেশের হয়ে লাল বলে দ্রুততম ৫০ টেস্ট উইকেটের মাইলফলকও ছুঁয়েছেন প্রভাত। তিনি ৭ টেস্টে ৫০উইকেট তুলে নিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে যৌথ দ্বিতীয় দ্রুততম পঞ্চাশ উইকেট শিকারী।

১৯৫১-৫২ মৌসুমে, ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আলফ ভ্যালেন্টাইন ৮ ম্যাচে ৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন। গলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে রেকর্ডটি তুলে নেন প্রভাত। এই টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যেই দুই উইকেট তুলে নিয়েছেন এই স্পিনার।

প্রভাতের গৌরব দিবসে জয়ের দারপ্রান্তে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ৪৯২ রান করার পর এই রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৩২ রান করেছে আয়ারল্যান্ড। ইনিংস হার এড়াতে তাদের প্রয়োজন আরও ৮০ রান। স্বাগতিক শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে দুটি ডাবল সেঞ্চুরি ও দুটি সেঞ্চুরিতে ৩ উইকেটে ৭০৪ রানে ইনিংস ঘোষণা করে।

1 Comment

Leave a Reply

Your email address will not be published.

X