January 18, 2025
৬ বলে ৬ উইকেট, চমকে উঠল ক্রিকেট বিশ্ব

৬ বলে ৬ উইকেট, চমকে উঠল ক্রিকেট বিশ্ব

৬ বলে ৬ উইকেট, চমকে উঠল ক্রিকেট বিশ্ব

৬ বলে ৬ উইকেট, চমকে উঠল ক্রিকেট বিশ্ব

ছয় বলে ছয় ছক্কা বা ছয় বলে তিন-চার উইকেট প্রায়ই দেখা যায় ক্রিকেট খেলায়। তবে ছয় বলে ছয় উইকেট নেওয়ার নজির বিরল।

নিউজিল্যান্ডের এক স্কুলপড়ুয়া ক্রিকেটার এক ওভারে ৬ উইকেট নিয়ে ক্রিকেট বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন।

বুধবার পালমারস্টন নর্থ বয়েজ হাই স্কুল ও রোটোরুয়া হাই স্কুলের মধ্যকার নিউজিল্যান্ড স্কুল ক্রিকেট ম্যাচে এমন ঘটনা ঘটিয়েছেন ম্যাট রো। পামারস্টন নর্থ বয়েজ হাই স্কুলের হয়ে এই রেকর্ড গড়েছেন তিনি। ক্রিকেটের ভাষায় যাকে বলা হয় ‘পারফেক্ট ওভার’।

নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে যে রোই, যিনি নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে ডাকা হয়েছিল, বুধবার ম্যাচে ৬ ওভার বল করেছিলেন এবং ১২  রানে ৯ উইকেট নিয়েছিলেন। তাদের মধ্যে ১৩ বছর বয়সী রোই তার পঞ্চম ওভারে ৬ বলে ৬ উইকেট নেন।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে রয় বলেন- প্রথম দুই বলে ২  উইকেট নেওয়ার পর তিনি আম্পায়ারের সঙ্গে কথা বলেছেন। তিনি (আম্পায়ার) বলেন, আমাদের সময়ে অনেক হ্যাটট্রিক দেখিনি। তারপর ভাবলাম আম্পায়ারের জন্য না হয় একটু চেষ্টা করি,  এটাই ছিল শুরু।

 

ডাবল হ্যাটট্রিক পাওয়ার পর অনুভূতির কথা বলতে গিয়ে রয় বলেন- চতুর্থ উইকেট পাওয়ার পর মনে হচ্ছিল ব্যাপারটা গুরুতর হয়ে উঠছে। ৫ বলে ৫ উইকেট পাওয়ার পর? বিস্মিত সত্যিই অবাক। এমন ঘটনা ঘটবে ভাবিনি।

ওই ওভারের শেষ বলে উইকেট পাওয়ার প্রতিক্রিয়ায় তরুণ এই ক্রিকেটার বলেন, তিনি বিশ্বাস করতে পারছিলেন না। আমার সতীর্থরা আমাকে ঘিরে রেখেছে। সবকিছু অবাস্তব মনে হচ্ছিল। সতীর্থরা আমার চেয়ে বেশি ভালোবাসার  পাগলামি দেখিয়েছে।

দলের কোচ স্কট ডেভিসন ছাত্রের এমন কর্মকাণ্ডের পর বলেছেন, “আমি নিজে অনেক খেলেছি।” আমার ম্যানেজারও দীর্ঘদিন ধরে এই খেলায় আছেন। আমরা আমাদের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না।

তবে ক্রিকেট বিশ্বে ছয় বলে ছয় উইকেটের ঘটনা এটাই প্রথম নয়। এর আগে এই রেকর্ডটি ২০১৭ সালে অস্ট্রেলিয়ার অ্যালেড কেরির দখলে ছিল। ক্যারি সেই ওভারে দুটি ক্যাচ, একটি এলবি এবং বাকি তিনটি বোল্ড করেছিলেন।

গোল্ডেন পয়েন্ট ক্রিকেট ক্লাবের অ্যালেড কেরি অস্ট্রেলিয়ার ব্যালারাট ক্রিকেট অ্যাসোসিয়েশন টুর্নামেন্টে ২১ জানুয়ারি ইস্ট ব্যালারাত ক্রিকেট দলের বিপক্ষে এক ওভারে ৬ বলে ৬ উইকেট নিয়েছিলেন।

তবে আন্তর্জাতিক ক্রিকেটে এমন ঘটনা দেখা যায়নি। এক ওভারে ৫ উইকেট নেওয়ার নজির নেই। তবে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটে এক ওভারে ৪ উইকেট নেওয়ার ঘটনা রয়েছে। ১৯২৯ সালে, ইংল্যান্ডের পেসার মরিস আলাম প্রথম এই কৃতিত্ব অর্জন করেন, তারপরে যথাক্রমে  ইংল্যান্ডের ক্রেন ক্র্যানস্টোন, ফ্রেড টিটমাস, ক্রিস ওল্ড, অ্যান্ড্রু ক্যাডিক এবং পাকিস্তানের ওয়াসিম আকরাম এই কৃতিত্ব দেখান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ৪উইকেট নেওয়া প্রথম হয়েছেন শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা। প্রাক্তন শ্রীলঙ্কার পেসার ২০১৯ সালে টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ওভারে ৪ উইকেট নিয়েছিলেন। দুই বছর পর, আয়ারল্যান্ডের পেসার কার্টিস ক্যাম্পার ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে এক ওভারে ৪ উইকেট নিয়েছিলেন।

1 Comment

Leave a Reply

Your email address will not be published.

X