ট্রফি হাতে শ্বশুর আফ্রিদি ও জামাই আফ্রিদি
সবসময় লম্বা ছক্কা মারার জন্য পরিচিত শাহিদ আফ্রিদি । তিনি পাকিস্তান তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম তারকা। একই সঙ্গে দুর্দান্ত বোলিংয়ের জন্য সবার মন জয় করে নিয়েছেন শাহীন শাহ আফ্রিদি।
বর্তমানে ক্রিকেটের মাধ্যমে খেলার সম্পর্কের সাথে সাথে রক্তের এবং আত্মীয়তার সম্পর্কেও আবদ্ধ হলেন ক্রিকেটের এই দুই নায়ক। শহীদ আফ্রিদি হলেন শশুর; আর শাহেনশাহ আফ্রিদি হলে জামাই। জামাই শশুর দুজনেই দুই টুর্নামেন্টের দুই শিরোপা জয়। তাদের এই অর্জন পাকিস্তান তথা সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের মনে আনন্দের খোরাক জুগিয়েছে।
তিন বছর আগে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তবে সাবেক খেলোয়াড়দের নিয়ে আয়োজিত লিজেন্ডস লিগ ক্রিকেট-২০২৩ টুর্নামেন্টে মাঠে নামেন ৪১ বছর বয়সী আফ্রিদি। কাতারের দোহায় অনুষ্ঠিত এই লিগে খেলেছে আফ্রিদির দল।
এই টুর্নামেন্টে তিনটি দল- এশিয়া লায়ন্স, ইন্ডিয়া মহারাজা এবং ওয়ার্ল্ড জায়ান্টস- অংশগ্রহণ করেছিল। এশিয়া লায়ন্সের নেতৃত্বে ছিলেন আফ্রিদি। অন্যদিকে, ভারতের মহারাজা এবং ওয়ার্ল্ড জায়ান্টদের নেতৃত্বে ছিলেন যথাক্রমে গৌতম গম্ভীর এবং শেন ওয়াটসন। সোমবার ফাইনালে ওয়ার্ল্ড জায়ান্টদের ৭ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে এশিয়া লায়ন্স। শহিদ আফ্রিদির মেয়ের জামাতা শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বে শুক্রবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স। আর এদিকে শ্বশুর শহীদ আফ্রিদির নেতৃত্বে শিরোপা জিতেছে এশিয়া লায়ন্স।
ফাইনালে এশিয়া লায়ন্স ৭ উইকেট ও ২৩ বল হাতে রেখে ওয়ার্ল্ড জায়ান্টদের দেওয়া ১৪৮ রানের লক্ষ্যে পৌঁছে যায়। ওপেনার তিলকরত্নে দিলশান ৫৮ ও উপুল থারাঙ্গা ৫৭ রানের ইনিংস খেলেন।
অন্যদিকে একা শাহিন শাহ আফ্রিদির অলরাউন্ড পারফরমেন্স এর মাধ্যমেই লাহোর কালান্দার্স এর কাছে রুদ্ধশ্বাস পরাজয় হল মুলতান সুলতান্সের। জামাই শাহিন শাহ আফ্রিদি যেমন ব্যাট হাতে বিধ্বংসী ছিলেন, তেমনি বল হাতেও ছিলেন দারুণ দুর্দান্ত । মাত্র ১৫ বলে ৪৪ রান করার পর একাই চার উইকেট নেন তিনি।
শহীদ আফ্রিদিঃ (জন্ম ০১ মার্চ ১৯৮০ ) একজন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার এবং পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।। আফ্রিদি ১৯৯৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে ২৭ টি টেস্ট ম্যাচ, ৩৯৮ টি ওডিআই ম্যাচ এবং ৯৯ টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২ অক্টোবর ১৯৯৬ সালে কেনিয়ার বিপক্ষে ওডিআই এবং ২২ অক্টোবর ১৯৯৮ -এ অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি টেস্ট ক্রিকেটে অভিষেক হন । একজন সফল অলরাউন্ডার। , আফ্রিদি তার ধারাবাহিক বোলিং এবং আক্রমণাত্মক ব্যাটিং শৈলীর জন্য প্রশংসিত। আফ্রিদি ৩৭ ডেলিভারিতে দ্রুততম ওডিআই সেঞ্চুরির বিশ্ব রেকর্ডও গড়েছেন তিনি এবং ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মারার গৌরব অর্জন করেছেন। তিনি বুম বুম আফ্রিদি নামেও পরিচিত।
শাহীন শাহ আফ্রিদিঃ (জন্ম ৬ এপ্রিল ২০০০ ) একজন পেশাদার পাকিস্তানি আন্তর্জাতিক ক্রিকেটার। বর্তমান পাকিস্তান ক্রিকেট দলের এই অন্যতম সদস্যের ; ২০১৮ সালের এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর, সেই বছরের ডিসেম্বরেই টেস্ট ক্রিকেটে অভিষেক হয়। বর্তমানে, তিনি প্রধানত দলে বাঁহাতি ফাস্ট বোলার হিসেবে খেলেন। এছাড়াও, শাহীন আফ্রিদি বটম অর্ডারে একজন কার্যকরী বাঁহাতি ব্যাটস্ম্যান ।
1 Comment