প্রতিদিন দুই ডজন (২৪ টি) ডিম খান পাকিস্তানের এক দ্রুত গতির বোলার !
বর্তমান সময়ে পাকিস্তানের অন্যতম সেরা বোলার প্রায় ৬ ফুট লম্বা, ২৯ বছর বয়সী হারিছ রউফ । শুরুতে ছিলেন নেট বোলার, তারপর গত কয়েক বছরে দারুণ উন্নতি করে পাকিস্তানের তিন ফরম্যাটেই জায়গা পাকা করে নিয়েছেন।
২০২০ সালে ওয়ানডেতে অভিষেক, ১৬ ম্যাচে নিয়েছেন ২৯ উইকেট। টি-টোয়েন্টিতে খেলেছেন অর্ধশতাধিক ম্যাচ। ৭২ উইকেট নিয়েছেন ৫৭ ম্যাচ খেলে। সম্প্রতি পাকিস্তানের জিও নিউজ শো ‘হাসনা মানা হে’-তে নিজের খাদ্য তালিকা প্রকাশ করে চমকে দিলেন। বলা হচ্ছে, পেসার হারিস রউফের কথা। ওজন বাড়াতে প্রতিদিন দুই ডজন ডিম খান তিনি।
২৯ বছর বয়সী এই পেসার বললেন, ‘আমি দিনে ২৪টি ডিম খাই। আকিব জাভেদ (সাবেক পাকিস্তানি বোলার ও বর্তমান কোচ) আমাকে খাদ্যাভ্যাসের তালিকা দেন: নাশতায় ৮ ডিম, দুপুরে ৮টি ডিম এবং রাতের খাবারে ৮টা। প্রথমবার আমি যখন ক্রিকেট অ্যাকাডেমিতে গেলাম, রুমে ডিমের ক্রেটসের পাহাড়। আমার মনে হচ্ছিল, আমি যেন কোনও একটা খামারে এসেছি।’
দুই ডজন করে ডিম খাওয়ার কারণ বললেন রউফ, ‘আমি তখন ৭২ কেজি ছিলাম, আকিব ভাই আমাকে ৮২-৮৩ কেজি ওজন বাড়াতে বললেন, আমার উচ্চতা অনুযায়ী সেটাই আদর্শ। আমি এখন ৮২ কেজি।
রউফের ডিম খাওয়ার কথা শুনে হতভম্ব হয়ে যান সঞ্চালক!
1 Comment