January 18, 2025
চাকরি পাওয়ার প্রত্যাশায় টি-শার্টে জীবনবৃত্তান্ত ছাপিয়ে ঘুরে বেড়াচ্ছেন এক যুবক

চাকরি পাওয়ার প্রত্যাশায় টি-শার্টে জীবনবৃত্তান্ত ছাপিয়ে ঘুরে বেড়াচ্ছেন এক যুবক

চাকরি পাওয়ার প্রত্যাশায় টি-শার্টে জীবনবৃত্তান্ত ছাপিয়ে ঘুরে বেড়াচ্ছেন এক যুবক

চাকরি পাওয়ার প্রত্যাশায় টি-শার্টে জীবনবৃত্তান্ত ছাপিয়ে ঘুরে বেড়াচ্ছেন এক যুবক

চাকরির মন্দার বাজারে যে কেউ নতুন পদ্ধতি অবলম্বন করে চাকরি খুজতে পারেন।কারণ কেউ অভিজ্ঞতা ছাড়া চাকরি দিতে চায়না।  অথচ চাকরি করা ছাড়া কারো অভিজ্ঞতা হয় না ।  এ কথাটি কোন মালিকই বুঝতে পারেনা।  তাই মালিকদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন চীনের এই যুবক।

চাকরি পাওয়ার জন্য টি-শার্টে জীবনবৃত্তান্ত ছাপিয়ে ঘুরে বেড়াচ্ছেন এক যুবক। চীনের এই যুবক চাকরি পেতে অভিনব পন্থা অবলম্বন করেছেন। গান জিয়ালি, একজন সাম্প্রতিক স্নাতক, তার টি-শার্টে তার জীবনবৃত্তান্ত ছাপিয়ে রাস্তায় হাঁটছেন৷ পরে, ২১ বছর বয়সী জিয়ালির এই বুদ্ধি কাজে আসে।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে যে জিয়ালি সম্প্রতি চীনের হুবেই প্রদেশের উহান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন। স্নাতকোত্তর পড়াশুনা শুরু করার আগে তিনি যেকোনো প্রতিষ্ঠান থেকে ইন্টার্নশিপ করতে চেয়েছিলেন। এ কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করেও কোনো সাড়া না পেয়ে একরকম হতাশ এই যুবক।

এমতাবস্থায় তার মাথায় আসে নতুন আইডিয়া। অনেক মানুষকে পোশাকে পণ্য বিক্রির বিজ্ঞাপন দিয়ে রাস্তায় ঘুরে বেড়াতে দেখে তিনি ভাবলেন, চাকরি পাওয়ার জন্যও এমন করা যায়। সেই চিন্তা থেকে এই পথে হাঁটলেন জিয়ালি। জামাকাপড়ে জীবনবৃত্তান্ত প্রিন্ট করে রাস্তায় বেরিয়ে পড়লেন। যেখানে টি-শার্টের সামনে লেখা, ‘২০২৪ সালের একজন ছাত্র চাকরি খুঁজছে। বিস্তারিত জানার জন্য পিছনে তাকান.’ আর পেছনে ছাপা ছিল তার জীবনবৃত্তান্ত। তার নাম, ছবি, বিশ্ববিদ্যালয়ের নাম, অধ্যয়নের বিষয় এবং ছাত্র হিসাবে তার বিভিন্ন কর্মকাণ্ডের হিসাব লেখার পাশাপাশি জিয়ালি একটি QR কোডও যোগ করেছেন।

QR কোডের পাশে তিনি লিখেছেন, ‘HR বিভাগের লোকেরা যারা আমার কৌশল পছন্দ করেন তারা QR কোড স্ক্যান করে যোগাযোগ করতে পারেন।’ তিনি মজা করে লেখেন, ‘চাকরি পাওয়া জীবনসঙ্গী খুঁজে পাওয়ার  মতই  কঠিন।’

মিডিয়া জানিয়েছে যে জিয়ালির বুদ্ধি অবশেষে কাজে এসেছে। দেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠান এই যুবকের সঙ্গে যোগাযোগ করে। পরে পোশাক খাত নিয়ে কাজ করা একটি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ শুরু করেন এই যুবক।

আরও জানতে

Leave a Reply

Your email address will not be published.

X