উইঘুর মুসলিমদের রোজা রাখতে দেয়া হচ্ছেনা
ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেসের মুখপাত্র দিশাত রিসিত বলেছেন, “রমজানের সময়, কর্তৃপক্ষ বাড়ি তল্লাশি সহ জিনজিয়াংয়ের ১৮১১টি গ্রামে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে।”
মানবাধিকার সংস্থাগুলো এক প্রতিবেদনে বলেছে, চীনের ১৪ মিলিয়ন হুই মুসলমানের ওপর চীন সরকার বিভিন্ন ধরনের কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যারা কয়েক শতাব্দী ধরে ইসলাম ধর্ম পালন করে আসছে। যার কারণে তাদের ধর্মীয় অস্তিত্ব এখন সংকটে।
প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতায় আসার আগে মুসলমানসহ সব ধর্মের মানুষ অবাধে ধর্ম পালন করতেন। তবে শি ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের ওপর নজর রাখছেন।
পবিত্র রমজান মাসের চাঁদ উঠার পর বিশ্বের সব মুসলমান রোজাসহ বিভিন্ন ইবাদতে সময় কাটাচ্ছেন। তবে, চীনা মুসলমানদের রমজানেও রোজা রাখতে বাধা দেওয়া হয়। তারা যাতে রোজা রাখতে না পারে সেজন্য নজরদারিও চালানো হচ্ছে।
মানবাধিকার সংস্থাগুলির জানিয়েছে যে জিনজিয়াংয়ের উত্তর-পূর্বাঞ্চলের উইঘুর মুসলিম সম্প্রদায়ের লোকেদের বিশেষ করে তাদের সন্তানদের রোজা রাখতে না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে বাচ্চাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের বাবা-মা বাড়িতে রোজা রাখছেন কিনা।
1 Comment