September 7, 2024

Warning: Undefined array key "tv_link" in /home/admin/web/timetvusa.com/public_html/wp-content/themes/time-tv/template-parts/header/mobile-topbar.php on line 53
জাতিসংঘে রাশিয়া বিরোধী প্রস্তাব পাস, ভোটদানে বিরত ভারত-চীন-বাংলাদেশ

জাতিসংঘে রাশিয়া বিরোধী প্রস্তাব পাস, ভোটদানে বিরত ভারত-চীন-বাংলাদেশ

জাতিসংঘে রাশিয়া বিরোধী প্রস্তাব পাস, ভোটদানে বিরত ভারত-চীন-বাংলাদেশ

জাতিসংঘে রাশিয়া বিরোধী প্রস্তাব পাস, ভোটদানে বিরত ভারত-চীন-বাংলাদেশ

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের দাবিতে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। ইউক্রেনে মস্কোর আগ্রাসনের বার্ষিকীতে, জাতিসংঘের সাধারণ পরিষদ রাশিয়াকে তার আক্রমণ বন্ধ করতে এবং প্রতিবেশী দেশ থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে।

193টি সদস্য দেশের মধ্যে ১৪১টি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। বিপক্ষে ভোট দিয়েছে ৭টি দেশ। এর বিরুদ্ধে অবস্থান নেওয়া দেশগুলো হলো- রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া, মালি, নিকারাগুয়া ও সিরিয়া।

তবে ভারত-চীন-বাংলাদেশসহ ৩২ জন সদস্য এই ভোট প্রক্রিয়ায় অংশ নেননি। বিরত থাকা দেশগুলো হলো আলজেরিয়া, অ্যাঙ্গোলা, আর্মেনিয়া, বাংলাদেশ, বলিভিয়া, বুরুন্ডি, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, চীন, কঙ্গো, কিউবা, এল সালভাদর, ইথিওপিয়া, গ্যাবন, গিনি বিসাউ, ভারত, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, লাওস, মঙ্গোলিয়া, মোজাম্বিক, নামিবিয়া।, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, সুদান, তাজিকিস্তান, টোগো, উগান্ডা, উজবেকিস্তান, ভিয়েতনাম এবং জিম্বাবুয়ে।

উল্লেখ্য, আজ ২৪ ফেব্রুয়ারি ‘বিশেষ সামরিক অভিযান’ নামে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের এক বছর পূর্তি হচ্ছে।

 

 

Leave a Reply

Your email address will not be published.

X