নিরাপত্তা আশঙ্কায় চীনা ক্যামেরা সরাচ্ছে অস্ট্রেলিয়া
বেলুন খেলার পর চাইনিজদের প্রতি আতঙ্ক থেকেই; জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে সেই শঙ্কায় প্রতিরক্ষা ক্ষেত্র থেকে চীনের তৈরি নজরদারি ক্যামেরা সরানোর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।
সম্প্রতি তদন্ত করে চীনা কোম্পানি নির্মিত ৯০০ টি নজদারি পণ্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে দেখতে পায় অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ।
এর আগেও যুক্তরাজ্য ও যুুক্তরাষ্ট্র একই ধরনের পদক্ষেপ নিয়েছিল। মার্কিন ও ব্রিটিশ সরকারের দাবি ছিল, এসব ডিভাইসে চীন সরকারের প্রবেশাধিকার রয়েছে।
অস্ট্রেলিয়া সরকারের তদন্তে বলা হয়েছে, ২০০-এর বেশি স্থাপনায় এসব চীনা ক্যামেরা ও নিরাপত্তা পণ্য খুঁজে পাওয়া গেছে।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, পরিপূর্ণ নিরাপত্তার স্বার্থে এসব ডিভাইস অচিরেই সরিয়ে ফেলা হবে।