November 22, 2024
নতুন যুদ্ধের আশঙ্কা! ২৪ ঘণ্টায় তাইওয়ানে ৭১টি যুদ্ধবিমান ও ৭টি যুদ্ধজাহাজ পাঠিয়েছে চীন

নতুন যুদ্ধের আশঙ্কা! ২৪ ঘণ্টায় তাইওয়ানে ৭১টি যুদ্ধবিমান ও ৭টি যুদ্ধজাহাজ পাঠিয়েছে চীন

নতুন যুদ্ধের আশঙ্কা! ২৪ ঘণ্টায় তাইওয়ানে ৭১টি যুদ্ধবিমান ও ৭টি যুদ্ধজাহাজ পাঠিয়েছে চীন

নতুন যুদ্ধের আশঙ্কা! ২৪ ঘণ্টায় তাইওয়ানে ৭১টি যুদ্ধবিমান ও ৭টি যুদ্ধজাহাজ পাঠিয়েছে চীন

চলমান ইউক্রেন যুদ্ধের মাঝে চীন-তাইওয়ান যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। দ্বীপরাষ্ট্র তাইওয়ানে ২৪ ঘণ্টায় ৭১টি যুদ্ধবিমান ও সাতটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে চীন। আর এতেই নতুন যুদ্ধের আশঙ্কা।

গত এক বছর ধরে তাইওয়ানের ব্যাপারে চীনের অবস্থান কঠোর। মার্কিন ‘হস্তক্ষেপ’ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এদিকে বছরের শেষ দিকে চীন আবারও তাইওয়ান সীমান্ত অতিক্রম করে নিজেদের শক্তির পরিচয় দিয়েছে।

গত ২৪ ঘণ্টায় চীন ৭১টি যুদ্ধবিমান ও সাতটি যুদ্ধজাহাজ দ্বীপে পাঠিয়েছে বলে জানা গেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে যে শনিবার মার্কিন বার্ষিক প্রতিরক্ষা বিলে তাইওয়ান-সম্পর্কিত বিধান পাস হওয়ায় চীন ক্ষোভ প্রকাশ করেছে। এ কারণেই এই আগ্রাসী মনোভাবের অভিযোগ তাইওয়ানের।

তাইওয়ানের মতে, রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ৪৭টি চীনা যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করেছে। এই যুদ্ধবিমানগুলোর মধ্যে ছিল ১৮টি জে-১৬, ১১টি জে-১, ৬টি এসইউ-৩০ বিমান। গত ২৪ ঘন্টায় আরও চীনা বিমান তাইওয়ানকে প্রদক্ষিণ করেছে।

তাইওয়ান জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি চীনা যুদ্ধ বিমানের গতিবিধি পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা হয়েছে। তাছাড়া চীনের আগ্রাসী কর্মকাণ্ডের কারণে তাইওয়ানের যুদ্ধজাহাজগুলোও সতর্ক অবস্থায় রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের আগস্টে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের সময় চীনের যুদ্ধবিমানের গতিবিধি ও তৎপরতা তাইওয়ানকে উদ্বিগ্ন করেছিল। তাইওয়ানের দাবি, এর আগেও চীনের সঙ্গে তাদের ভালো সম্পর্ক ছিল। তবে শি জিনপিং তৃতীয়বারের মতো চীনের সংসদে বসার কারণে আগের মতো সম্পর্ক বজায় রাখা সম্ভব হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published.

X