চীনে ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে
চীনে একটি কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও দুই জন। সোমবার (২১ নভেম্বর) হেনান প্রদেশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার এই দুর্ঘটনা ও প্রাণহানির খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
স্থানীয় কর্মকর্তারা জানান, গতকাল সোমবার (২১ নভেম্বর) কারখানায় আগুন লাগে। এটি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে চার ঘণ্টা সময় লেগেছে।
চীনের কেন্দ্রীয় হেনান প্রদেশের এই কারখানায় আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানায় আগুন লাগার পেছনে হাত আছে এমন সন্দেহজনক অপরাধীকে হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। এই নিয়ে দেশটির কর্মকর্তারা বিস্তারিত কিছু জানায়নি।
দেশটির রাস্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ২০০ জন উদ্ধারকর্মী ও ৬০ জন দমকলকর্মী আগুন নেভাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করেছেন।