October 18, 2024
জন্মহার বাড়াতে নতুন নীতি ঘোষণা করলেন চীনা প্রেসিডেন্ট

জন্মহার বাড়াতে নতুন নীতি ঘোষণা করলেন চীনা প্রেসিডেন্ট

জন্মহার বাড়াতে নতুন নীতি ঘোষণা করলেন চীনা প্রেসিডেন্ট

 

জন্মহার বাড়াতে নতুন নীতি ঘোষণা করলেন চীনা প্রেসিডেন্ট

দেশে জন্মহার বাড়াতে নতুন নীতি প্রণয়ন করতে যাচ্ছে চীন। প্রেসিডেন্ট শি জিনপিং রোববার এ ঘোষণা দেন।

শি জিনপিং বলেন, নীতিনির্ধারকরা চিন্তিত যে চীনের জনসংখ্যা হ্রাস বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

“আমরা জন্মহার বাড়ানোর জন্য একটি নীতি প্রণয়ন করব এবং বয়স্ক জনসংখ্যার জন্য একটি সক্রিয় জাতীয় কৌশল অনুসরণ করব,” তিনি বলেন।

চীনের বর্তমান জনসংখ্যা ১.৪ বিলিয়ন। তবে, এ বছর দেশে জন্মহার সম্পূর্ণ কমে যাবে, যা এ পর্যন্ত রেকর্ড করা সর্বনিম্ন হতে পারে। দেশটির জনসংখ্যাবিদদের মতে, গত বছর চীনে ১৬ মিলিয়ন শিশুর জন্ম হয়েছে। তবে এ বছর তা ১০ মিলিয়নর নিচে নেমে আসবে। ২০২০ সালের তুলনায় ইতিমধ্যে জন্মহার ১১.৫ শতাংশ কমেছে।

এক সন্তান নীতি চীনে ১৯৮০থেকে ২০১৫ সাল পর্যন্ত কার্যকর ছিল। দেশটির জন্মহার কমে যাওয়া এবং বার্ধক্যজনিত জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেশটি আগের অবস্থান থেকে পিছিয়ে গেছে। বর্তমানে দেশে তিন সন্তানের নীতি থাকলেও অর্থনৈতিক কারণে দেশটির দম্পতিদের মধ্যে সন্তান ধারণের আগ্রহ কমে গেছে।

Leave a Reply

Your email address will not be published.

X