January 18, 2025
২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী ও একসাথে দলীয় প্রধান নয়: টিআইবি

২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী ও একসাথে দলীয় প্রধান নয়: টিআইবি

২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী ও একসাথে দলীয় প্রধান নয়: টিআইবি

২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী ও একসাথে দলীয় প্রধান নয়: টিআইবি

দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় কাঠামোতে প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে নয়টি কৌশলগত বিষয়সহ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুপারিশ পাঠিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এর মধ্যে রয়েছে যে একই ব্যক্তি একই সময়ে প্রধানমন্ত্রী (সরকার প্রধান) এবং দলীয় নেতা হতে পারবেন না। এছাড়া একজন ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না।

বুধবার (২৮ আগস্ট) ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের জন্য টিআইবি এসব সুপারিশ করে।

সুপারিশে বলা হয়েছে যে জনপ্রতিনিধিত্ব, সরকার ও প্রশাসনিক ব্যবস্থা এবং অনুশীলনে আমূল পরিবর্তন আনতে হবে যাতে রাষ্ট্র জনগণের রায় এবং অর্পিত ক্ষমতা এবং জনগণের কাছে কার্যকর জবাবদিহিতা দ্বারা পরিচালিত হয়। স্বৈরাচারী সরকারের পতনের ফলে নতুন কর্তৃত্ববাদ ও দল-চালিত শাসনব্যবস্থার উদ্ভবের ঝুঁকি মোকাবেলায় দুর্নীতি প্রতিরোধ, গণতন্ত্র, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রীয় কাঠামোতে প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে টিআইবি এসব সুপারিশ প্রণয়ন করেছে। .

গণতান্ত্রিক চর্চা, আইনের শাসন ও মানবাধিকার, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ এবং মানি লন্ডারিং প্রতিরোধ, সাংবিধানিক, সংবিধিবদ্ধ, সরকার ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, নাগরিক সমাজ ও গণমাধ্যমের স্বাধীনতা, তথ্য অধিকার এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষা, স্থানীয় সরকার, ব্যাংকিং খাত এবং বিদ্যুৎ , শক্তি এবং পরিবেশএর ব্যাপারে টিআইবি সুনির্দিষ্ট কৌশলগত সুপারিশ করেছে। সংবাদ সম্মেলনে সংস্থার নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা চালু করতে হবে।

জাতীয় সংসদে জনমতের প্রকৃত প্রতিফলন নিশ্চিত করতে আনুপাতিক প্রতিনিধিত্বের সংসদীয় ব্যবস্থা চালু করতে হবে। তবে ছাত্র অভ্যুত্থান, রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে দেওয়া ম্যান্ডেট অর্জন সাপেক্ষে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচনের জন্য মনোনয়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর অন্তত এক-তৃতীয়াংশ তরুণ প্রতিনিধি থাকতে হবে। এছাড়া, নির্বাচিত সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে প্রযোজ্য মামলায় অনাস্থা প্রস্তাবের মাধ্যমে উক্ত সংসদীয় আসন/স্থানীয় সরকার এলাকায় অপসারণ ও পুনঃনির্বাচনের বিধান নিশ্চিত করার সুপারিশ করেছে টিআইবি।

এ ছাড়া একই ব্যক্তি একই সঙ্গে সরকারপ্রধান (প্রধানমন্ত্রী), দলীয় নেতা ও সংসদ নেতা হতে পারবেন না এবং একই ব্যক্তি বেশিদিন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না এমন বিধান রাখার পরামর্শ দিয়েছে টিআইবি।   অন্যদিকে, আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করতে মাসদার হোসেন মামলার রায় অনুযায়ী বিচার বিভাগ পৃথকীকরণ প্রক্রিয়া সম্পন্ন করার সুপারিশ করেছে টিআইবি। বিচার বিভাগের স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করতে এবং বিচার বিভাগের স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করার জন্য পূর্ণ ক্ষমতার সাথে নিজস্ব সচিবালয় প্রতিষ্ঠা ও পরিচালনা করার জন্য, টিআইবি পরামর্শ দিয়েছে যে উচ্চপদস্থদের নিয়োগ, পদোন্নতি ও বদলির উপর সার্বিক নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান। অধস্তন আদালতগুলি সুপ্রিম কোর্টের একক কর্তৃত্বের অধীনে সচিবালয়ে ন্যস্ত করা উচিত।

নজিরবিহীন প্রাণহানি ও আত্মত্যাগের বিনিময়ে দেশের দীর্ঘদিনের স্বৈরাচারী সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন রাষ্ট্রকাঠামো গড়ে তোলার উপযোগী পরিবেশ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। আমরা আশা করি, এই প্রত্যাশা বাস্তবায়নে এই সরকারের পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলের অংশগ্রহণ। ছাত্র বিপ্লবের মূল চেতনা ও বার্তা ধারণ করে নিজ নিজ ভূমিকা পালন করবে, আমাদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে আমরা যতই সংবিধান সংস্কারের কথা বলি, নতুন বাংলাদেশের কথা বলি না কেন, তা অর্জিত হবে না।

ব্যক্তি পরিবর্তন বা কেবল প্রতিষ্ঠানের সংস্কারই যথেষ্ট নয়।  এই সময়ে যারা রাজনীতির ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করছেন তারাই কমবেশি দায়ী এই সংস্কৃতির জন্য যা জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন করার জন্য তৈরি করা হয়েছিল। তাই তারা যদি এই সংস্কৃতি থেকে সরে না যায়, যেকোনো মূল্যে ক্ষমতায় আসতে চায় এবং ক্ষমতা প্রয়োগ করতে চায় এবং ‘আমাদের পালা’ এই মানসিকতা নিয়ে আঁকড়ে থাকে, তাহলে ছাত্র আন্দোলনের স্বপ্ন পূরণ হবেনা । অপ্রাপ্য থেকেই  যাবে।’

আরো জানুন

Leave a Reply

Your email address will not be published.

X