November 25, 2024
ছাত্র-জনতার আন্দোলন দমাতে যারা নিষ্ঠুরতা দেখিয়েছে তাদের ছাড় নেই : রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে আইজিপি

ছাত্র-জনতার আন্দোলন দমাতে যারা নিষ্ঠুরতা দেখিয়েছে তাদের ছাড় নেই : রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে আইজিপি

ছাত্র-জনতার আন্দোলন দমাতে যারা নিষ্ঠুরতা দেখিয়েছে তাদের ছাড় নেই : রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে আইজিপি

ছাত্র-জনতার আন্দোলন দমাতে যারা নিষ্ঠুরতা দেখিয়েছে তাদের ছাড় নেই : রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে আইজিপি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মইনুল ইসলাম। শনিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে আবু সাঈদের কবর জিয়ারত করেন। পরে দোয়া ও মোনাজাত শেষে আবু সাঈদের পিতা-মাতা ও পরিবারের সদস্যদের সঙ্গে দোয়া বিনিময় করেন।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ মঈনুল ইসলাম বলেছেন, জনগণের প্রত্যাশিত সেবা দিতে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলন দমনে রাজনৈতিক ছত্রছায়ায় যারা নিষ্ঠুর কর্মকাণ্ড করেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

শনিবার (২৬ অক্টোবর) রংপুর জেলা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র-জনঅভ্যুত্থানের শহীদ ও আহত বীরাঙ্গনাদের স্মরণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ।

আইজিপি বলেন, মুক্তিযুদ্ধে পুলিশ প্রথম সশস্ত্র প্রতিরোধের সূচনা করে। করোনার সময় তারা  জনগণের পাশে দাঁড়িয়েছেন এবং মানবিক পুলিশের ভূমিকা নিয়েছেন।

তিনি বলেন, জনগণের ইচ্ছা অনুযায়ী পুলিশে পরিবর্তনের লক্ষ্যে সরকার পুলিশ সংস্কার কমিশন গঠন করেছে। আমরা পুলিশেও ধারাবাহিক পরিবর্তনের উদ্যোগ নিয়েছি।

বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আইজিপি বলেন, আবু সাইদ যেভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তা আজ অন্যায়ের প্রতিবাদের প্রতীক হিসেবে স্বীকৃত।

পুলিশ প্রধান বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিটি ঘটনাই গুরুত্ব দিয়ে নিরপেক্ষভাবে তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলন দমনে রাজনৈতিক ছত্রছায়ায় যারা নিষ্ঠুর কর্মকাণ্ড করেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডিআইজি রংপুর রেঞ্জ আমিনুল ইসলাম, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বাহিনীর কর্মকর্তা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস প্রমুখ। আলম, শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম ও পরিবারের সদস্যবৃন্দ, স্থানীয় ছাত্র সমন্বয়কারী, নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই বিদ্রোহের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে রংপুরে জুলাইয়ের বিদ্রোহে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান করা হয়।

এর আগে সকালে রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদের বাড়িতে যান আইজিপি। তিনি আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং দোয়া করেন। তিনি আবু সাঈদের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এবং তাদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

রংপুর জেলা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে বেলুন উড়িয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) ষষ্ঠ বার্ষিকীর উদ্বোধন করেন পুলিশ প্রধান।

সবশেষে আইজিপি রংপুর বিভাগের সকল পুলিশ ইউনিটের কর্মকর্তা ও বাহিনীর সদস্যদের নিয়ে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আরো পড়তে

Leave a Reply

Your email address will not be published.

X